Breaking

Wednesday, February 23, 2022

February 23, 2022

তৃতীয় শ্রেণির গণিত সমাধান - অধ্যায় ৭

অধ্যায় 

বাংলাদেশি মুদ্রা নোট

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ

 

প্রশ্ন-১। মিতুর ১১৫ টাকা ৫০ পয়সা ছিল। তা রমাতাকে ৭৫ টাকা ২৫ পয়সা দিলেন। তার কতটাকা হলো?

উত্তরঃ ১৯০ টাকা ৭৫ পয়সা

প্রশ্ন-২। সুজনের ৬০ টাকা ৫০ পয়সা ছিল। তার বাবা তাকে কাগজ কিনার জন্য ৮০ টাকা ৫০ পয়সা দিলেন। তার মোট কত টাকা হলো?

উত্তরঃ ১৪১ টাকা

প্রশ্ন-৩। ১২৫ টাকা ৭৫ পয়সা+ ৭৪ টাকা ২৫ পয়সা= কত টাকা?

উত্তরঃ ২০০ টাকা

প্রশ্ন-৪। ৫০ টাকার কয়টি নোটে ১০০০ টাকা হয?

উত্তরঃ ২০টি

প্রশ্ন-৫। ২০ টাকার কয়টি নোটে ২০০ টাকা হয়?

উত্তরঃ ১০টি

প্রশ্ন-৬। ১০০ টাকার ১০টি নোটে কত টাকা?

উত্তরঃ ১০০০ টাকা

প্রশ্ন-৭। ৫০ টাকার ১০টি নোট সমান কত টাকা?

উত্তরঃ ৫০০ টাকা

প্রশ্ন-৮। ২০ টাকার ২০টি নোট সমান কত টাকা?

উত্তরঃ ৪০০ টাকা

 

কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরঃ

 

প্রশ্ন-১। সজীবকে  তার মা ২০ টাকায় ১০টি নোট দিল। সে বাজার থেকে ৮০ টাকা  ৭৫ পয়সার চাউল এবং ৩৫ টাকা ৫০ পয়সার সবজি কিনে আনল

. সজীবকে তার মা কত টাকা দিল

. বাজারে গিয়ে সে মোট কত খরচ করল?

. বাজার শেষে তর নিকট কত টাকা রইল?

সমাধানঃ

. সজীবকে তার মা ছিল(২০ ১০) টাক= ২০০ টাকা

. সে  মোট খরচ করে

= ৮০ টাকা ৭৫ পয়সা+ ৩৫ টাকা ৫০ পয়সা

= ১১৬ টাকা ২৫ পয়সা

. বাজার শেষে তার নিকট রইল

= ২০০ টাকা-১১৬ টাকা ২৫ পয়সা

= ৮৩ টাকা৭৫ পয়সা

প্রশ্ন-২। দুইটি খাতারমুল্য ৬০ টাকা এবং একটি কলমেরমুল্য ৪৫ টাকা ৫০ পয়সা বিজয় দোকানদারকে এ্ই জিনিসগুলো কেনার জন্য৫০০ টাকার একটি নোট দেয়

. ১টি খাতারমুল্য কত টাকা?

. ৪টি কলমের মুল্য কত টাকা?

. ২টি খাতা ১টি কলমের মোট মুল্য কত টাকা?

. দোকানদার বিজয় কে কত টাকা ফেরত দিল?

সমাধানঃ

. ১টি খাতার মূল্য( ৬০  ) টাকা= ৩০ টাকা

. ৪টি কলমের মুল্য(৪৫ টাকা ৫০ পয়সা)

                  = ১৮০ টাকা ২০০ পয়সা

                   = ১৮২ টাকা

. ২টি খাতা ১টি কলমের মুল্য 

= ৬০ টাকা+ ৪৫ টাকা ৫০ পয়সা

= ১০৫ টাকা ৫০ পয়সা

. দোকানদার বিজয়কে ফেরত দিবে

= ৫০০ টাকা-১০৫ টাকা ৫০ পয়সা

= ৩৯৪ টাকা ৫০ পয়সা

প্রশ্ন-৩। ৫০ পয়সা টাকা, টাকার কিছু মুদ্রা এবং ১০০ টাকা, ৫০০ টাকা ১০০০ টাকার কিছু নোট এইগুলো সব বাংলাদেশি মুদ্রা

. ৫০ পয়সার ১০টি মুদ্রায় কত পয়সা হবে?

. টাকার ২টি মুদ্রা সমান কত পয়সা

. ১০০ টাকার ১০টি নোটে কত টাকা হবে?

. ৫০০ টাকার চারটি নোট ১০০০ টাকার ৩টি নোটে মোট কত টাকা?

সমাধানঃ

. ৫০ পয়সার ১০টি মুদ্রায়(৫০ ১০) পয়সা

                               = ৫০০ পয়সা

. টাকার ২টি মুদ্রা সমান( ১০০ ) পয়সা

                            = ১০০০ টাকা

. ৫০০ টাকার ৪টি নোটসমান( ৫০০ ) = ২০০০ টাকা

১০০০ টাকার ৩টি নোট সমান(১০০০ ) = ৩০০০ টাকা

                                    \ মোট   = ৫০০০ টাকা

 

অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট

অধ্যায় 

১। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ                                                                                         ১০

. ৩০০ পয়সায় কত টাকা?

. ২৫ পয়সার দুটি মুদ্রায় কত পয়সা?

. পাঁচ টাকার ১টি, টাকার ৩টি মুদ্রায় কত টাকা?

. ১২ টাকা ২৫ পয়সা + টাকা ৭৫ পয়সা = কত?

. টাকা ২৫ পয়সা + টাকা ২৫ পয়সা + টাকা ৫০ পয়সা = কত?

. ৮৫ টাকা ৭৫ পয়সা - ২৫ টাকা ২৫ পয়সা = কত?

. সমুন ১০০ টাকা নিয়ে দোকানে গেল। সে ৬৯ টাকা ৬৫ পয়সা দিয়ে একটি বই কিনল। তার কাছে কত টাকা থাকল?

. আরিফ ৮০ টাকা ৭৫ পয়সার চাউল এবং ৩৫ টাকা ৫০ পয়সার সবজি কিনল সে মোট কত খরচ করল?

সুজনের ৭০ টাকা ৫০ পয়সা ছিল। তার  মা তাকে ৯৫ টাকা দিলেন। সুজনের কত টাকা হলো?

. ২৫ টাকা ৬৪ পয়সা ৩৭ টাক া২৮ পয়সা একত্রে কত?

২। যে কোন দুটি প্রশ্নের উত্ত দাওঃ                                                                      ১০=২০

. মোশারফ এক দোকান থেকে ১৯ টাকা ৫০ পয়সার জিরা, ৪২ টাকা ৫০ পয়সার এলাচ, ৩১ টাকা ২৫ পয়সার লবঙ্গ টাকা ৭৫ পয়সার তেজপাতা কিনল। সে দোকানদারকে ১০০ টাকার একটি নোট দিল।  

.    সে দোকানদারকে যত টাকা দিয়েছিল তা কতটি ১০ টাকা নোটের সমান?       

.     জিরার দাম পরিশোধ করতে সে সর্বনিম্ন সংখ্যক কী কী মুদ্রা বা নোট ব্যবহার করতে পারে?      

.     সে মোট কত টাকার বাজার করল?

.     দোকানদার তাকে কত টাকা ফেরত দিল?

.     লবঙ্গ কিনতে জিরা অপেক্ষা কত টাকা বেশি খরচ করতে হয়েছে?     

২।     নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও

.    চিত্রের মুদ্রাটি কতটি পয়সার মুদ্রার সমান?    

১০ টাকা হতে উপরের মুদ্রাটির কতটি লাগবে?      

.     চারটি ৫০ পরসার মুদ্রার কত টাকা হবে? 

.     একটি টাকা দামের কলম কিনতে উদ্দীপকের মুদ্রা কতটি লাগবে?     

.     ১৩ টাকা ৫০ পয়সার সদাই কিনে দোকানদারকে ২০ টাকা দিলে উদ্দীপকের মুদ্রার কয়টি ফেরত পাওয়া যাবে? 

৩। সজীবকে  তার মা ২০ টাকায় ১০টি নোট দিল। সে বাজার থেকে ৮০ টাকা  ৭৫ পয়সার চাউল এবং ৩৫ টাকা ৫০ পয়সার সবজি কিনে আনল

. সজীবকে তার মা কত টাকা দিল

. বাজারে গিয়ে সে মোট কত খরচ করল?

. বাজার শেষে তর নিকট কত টাকা রইল?

 

 

উত্তরমালা

১। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ

. ৩০০ পয়সায় কত টাকা?

উত্তর : টাকা

. ২৫ পয়সার দুটি মুদ্রায় কত পয়সা?

উত্তর : ৫০ পয়সা

. পাঁচ টাকার ১টি, টাকার ৩টি মুদ্রায় কত টাকা?

উত্তর : ১১ টাকা। 

. ১২ টাকা ২৫ পয়সা + টাকা ৭৫ পয়সা = কত?

উত্তর : ২০ টাকা

. টাকা ২৫ পয়সা + টাকা ২৫ পয়সা + টাকা ৫০ পয়সা = কত?

উত্তর : ২২ টাকা

. ৮৫ টাকা ৭৫ পয়সা - ২৫ টাকা ২৫ পয়সা = কত?

উত্তর : ৬০ টাকা ৫০ পয়সা

. সমুন ১০০ টাকা নিয়ে দোকানে গেল। সে ৬৯ টাকা ৬৫ পয়সা দিয়ে একটি বই কিনল। তার কাছে কত টাকা থাকল?

উত্তরঃ ৩০ টাকা ৩৫ পয়সা 

. আরিফ ৮০ টাকা ৭৫ পয়সার চাউল এবং ৩৫ টাকা ৫০ পয়সার সবজি কিনল সে মোট কত খরচ করল?

উত্তরঃ ১১৬ টাকা ২৫ পয়সা

সুজনের ৭০ টাকা ৫০ পয়সা ছিল। তার  মা তাকে ৯৫ টাকা দিলেন। সুজনের কত টাকা হলো?

উত্তরঃ ১৬৫ টাকা ৫০ পয়সা

. ২৫ টাকা ৬৪ পয়সা ৩৭ টাক া২৮ পয়সা একত্রে কত?

উত্তরঃ. ৬২ টাকা ৯২ পয়সা

৩। যে কোন দুটি প্রশ্নের উত্ত দাওঃ

. মোশারফ এক দোকান থেকে ১৯ টাকা ৫০ পয়সার জিরা, ৪২ টাকা ৫০ পয়সার এলাচ, ৩১ টাকা ২৫ পয়সার লবঙ্গ টাকা ৭৫ পয়সার তেজপাতা কিনল। সে দোকানদারকে ১০০ টাকার একটি নোট দিল।  

.    সে দোকানদারকে যত টাকা দিয়েছিল তা কতটি ১০ টাকা নোটের সমান?       

.     জিরার দাম পরিশোধ করতে সে সর্বনি¤œ সংখ্যক কী কী মুদ্রা বা নোট ব্যবহার করতে পারে?      

.     সে মোট কত টাকার বাজার করল?

.     দোকানদার তাকে কত টাকা ফেরত দিল?

.     লবঙ্গ কিনতে জিরা অপেক্ষা কত টাকা বেশি খরচ করতে হয়েছে    

সমাধান

.    সে দোকানদারকে ১০০ টাকার নোট দিয়েছিল। ১০০ টাকায় ১০টি ১০ টাকার নোটের সমান

.     ১০ টাকার ১টি নোটের মান  =      ১০     টাকা 

        টাকার ১টি নোটের মান   =            টাকা 

        টাকার ২টি নোটের মান   =            টাকা 

        ৫০ পয়সার ১টি মুদ্রার মান   =            ৫০ পয়সা

                       মোট   =      ১৯     টাকা ৫০ পয়সা

.     জিরা   ১৯ টাকা ৫০ পয়সা

        এলাচ ৪২ টাকা ৫০ পয়সা

        লবঙ্গ  ৩১ টাকা ২৫ পয়সা 

        তেজপাতা    টাকা ৭৫ পয়সা 

           মোট       ৯৯    টাকা ০০ পয়সা     

.     দোকানদারকে দিল  ১০০ টাকা

        (-) মোট খরচ       ৯৯ টাকা

        দোকানদার ফেরত দিল     টাকা

.     লবঙ্গ কিনতে খরচ   ৩১ টাকা ২৫ পয়সা

        ঝিরা কিনতে খরচ    ১৯ টাকা ৫০ পয়সা

        খরচ বেশি হয়েছে    ১১ টাকা ৭৫ পয়সা

২।     নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও

.    চিত্রের মুদ্রাটি কতটি পয়সার মুদ্রার সমান?     

১০ টাকা হতে উপরের মুদ্রাটির কতটি লাগবে?      

.     চারটি ৫০ পরসার মুদ্রার কত টাকা হবে? 

.     একটি টাকা দামের কলম কিনতে উদ্দীপকের মুদ্রা কতটি লাগবে?     

.     ১৩ টাকা ৫০ পয়সার সদাই কিনে দোকানদারকে ২০ টাকা দিলে উদ্দীপকের মুদ্রার কয়টি ফেরত পাওয়া যাবে? 

সমাধানঃ

.    চিত্রের মুদ্রাটি ৫০ পয়সার 

        ৫০ পয়সা ১০টি পয়সা মুদ্রার সমান। 

.     টাকায় ৫০ পয়সার মুদ্রা = ২টি

        ১০ টাকায় ৫০ পয়সার মুদ্রা = ১০ ´ ২টি = ২০টি

.     ২টি ৫০ পয়সার মুদ্রায় টাকা 

\     ৪টি ৫০ পয়সার মুদ্রায় টাকা। 

.     টাকায় ৫০ পয়সার মুদ্রা = ২টি 

        টাকায় ৫০ পয়সার মুদ্রা = ( ´ ) টি = ১০টি

        \     টাকা দামের কলম কিনতে ১০টি মুদ্রা লাগবে। 

.     ২০ টাকা ০০ পয়সা

               ১৩ টাকা ৫০ পয়সা

        ফেরত পাবে  টাকা ৫০ পয়সা

        টাকায় ৫০ পয়সার মুদ্রা = ২টি

        টাকা ৫০ পয়সা = ( ´ ) টি + ১টি

               = ১২টি + ১টি = ১৩টি

৩। সজীবকে  তার মা ২০ টাকায় ১০টি নোট দিল। সে বাজার থেকে ৮০ টাকা  ৭৫ পয়সার চাউল এবং ৩৫ টাকা ৫০ পয়সার সবজি কিনে আনল

. সজীবকে তার মা কত টাকা দিল

. বাজারে গিয়ে সে মোট কত খরচ করল?

. বাজার শেষে তর নিকট কত টাকা রইল?

সমাধানঃ

. সজীবকে তার মা ছিল(২০ ১০) টাক= ২০০ টাকা

. সে  মোট খরচ করে

= ৮০ টাকা ৭৫ পয়সা+ ৩৫ টাকা ৫০ পয়সা

= ১১৬ টাকা ২৫ পয়সা

. বাজার শেষে তার নিকট রইল

= ২০০ টাকা-১১৬ টাকা ২৫ পয়সা

= ৮৩ টাকা৭৫ পয়সা

Popular