Breaking

Sunday, February 20, 2022

নিরাপদে চলাচল -প্রশ্ন ও উত্তর সহকারে






নিরাপদে
চলাচল

নিচের অনুচ্ছেদটি পড়ে ১ও নং প্রশ্নের উত্তর দাওঃ

শুক্রবার দুপুরের পর সবাই জামা জুতা পরে তৈরি হলো। মামা ওদের নিয়ে নিজের ছোট গাড়িতে চড়লেন। শুক্রবার হলে কী হবে? ওদের মতো আরও অনেকেই বেরিয়েছে। রাস্তায় বেশ ভিড়। খামারবাড়ি থেকে বের হয়ে ফার্মগেট পার হলে াগাড়ি। বাংলা মটরের সামনেই গাড়ি থামালেন জামিল। ছবি জানতে চাইল গাড়ি কেন থামল মামা? জামিল বললেন ডান দিকে তাকাও। ওই যে লালবাতি ¦লছে। একে বলে ট্রাফিক বাতি। লালবাতি ¦ললে গাড়ি সম্পূণ থেকে যাবে। তখন পথচারীরা যেতে পারবে। তারপরে সবুজবাতি ¦ললে আমরা যেতে পারব

১। নিচের শব্দগুলোর অর্থ লেখ। যে কোন ৫টি

রাস্তা, ভিড়, ¦লা, সম্পূর্ণ, পার, পথচারী , বাতি

শব্দ   শব্দার্থ

রাস্তা   সড়ক

 ভিড়   জটলা

 ¦লা  প্রজ¦লিত হওয়া

 সম্পূর্ণ  পুরোপুরি

 পার   অতিক্রম

পথচারী        পথিক

বাতি    আলো

প্রশ্ন-২। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

) ছুটির দিন হলেও রাস্তায় বেশ ভিড় ছিল কেন ? দুটি বাক্যে লিখ

উত্তরঃ শুক্রবার ছুটির দিন বলে অনেকেই বেড়াতে বের হয়েছিল। এজন্য ছুটির দিন হলেও রাস্তায় বেশ ভিড় ছিল

) জামিল সাহেব গাড়ি থামালেন কেন? চারটি বাক্যে লিখ

উত্তরঃ ট্রাফিক সিগন্যালে লালবাতি ¦লে উঠল। সময় নিয়ম অনুযায়ী গাড়ি সম্পূর্ণ থেকে যাবে। তখন পথচারীরা রাস্তা পার হবে। সেজন্য জামিল সাহেব গাড়ি থামালেন

) নিরাপদে চলাচল সম্পর্কে চারটি বাক্যে লিখ

উত্তরঃ নিরাপদে চলাচল সম্পকেৃ চারটি বাক্য নি¤œ লেখা হলোঃ

. রাস্তায় নিরাপদে চলার জন্য কিছু সংকেত সম্পর্কে আমাদের জনা দরকার

. লালবাতি ¦ললে গাড়ি থেমে যাবে

. সবুজবাতি ¦ললে গাড়ি চলবে

. ফুটওভারব্রিজ বা জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে

নিচের অনুচ্ছেদটি পড়ে নং প্রশ্নের উত্তরদাওঃ

সুমন বাধন পরীক্ষা শেষে ঢাকায় ছোট মামা কামালের বাসায় বেড়াতে এলো। কামাল তাদের গাড়িতে নিয়ে ঘুরতে বের হয়ে ফুটওভারব্রিজ জেব্রাক্রসিং চেনান। শাহবাগ শিশুপার্ক ঘুরে মালিবাগে গিয়ে লেভেলক্রসিং চেনান। কামাল ওদের শেখালেন লালবাতি ¦ললে গাড়ি থামে। সবুজবাতি ¦ললে গাড়ি চলে। গাড়ি থেকে মামা ওদের একটা বোর্ড দেখলেন। বোর্ডে ছবির নিচে লেখা ছিল সামনে স্কুল সারাদিন ঘুরে সন্ধ্যায় ওরা বাসায় ফিরে যায়

৩। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেয়া হলো উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ কর

শব্দ   শব্দার্থ

শিশুপার্ক      যেখানে শিশুরা আনন্দ উপভোগ করে

 স্কুল    বিদ্যালয়

 সবুজ  রং বিশেষ

 ফুটওভারব্রিজ        যার উপর দিয়ে হেটে মানুষ রাস্তা পারহয়

 জেব্রাক্রসিং   রাস্তার উপরে সাদা কালো রং দিয়ে আকা ডোরাকাটা চিন

লেভেলক্রসিং রেলপথ সড়কপথের সংযোগস্থল

) শিবলি রোজ---------- যায়

) ----------দিয়ে রাস্তা পার হওয়া নিরাপদ

) ডলি মামার সাথে---------- দেখতে গিয়েছিল

) ----------দিয়ে রাস্তা পার হতে হবে

) আমরা সাবধানে---------- পার হব

উত্তরঃ ) স্কুলে ) ফ্রটওভারিব্রজ ) শিশুপার্ক ) জেব্রাক্রসিং ) লেভেলক্রসিং

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

) লালবাতি ¦লার অর্থ কী? শহরের রাস্তায় নিরাপদে চলাচল করতে আমাদের কী কী নিয়ম মেনে চলতে হবে ? চারটি বাক্যে লিখ

উত্তরঃ লালবাতি ¦লার অর্থ গাড়ি থেমে যাবে। শহরের রাস্তায় নিরাপদে চলাচল করতে হলে আমাদের যেসব নিয়ম মেনে চলতে হবে তা হলো-

. ট্রাফিক আইন মেনে চলতে হবে

. সব সময় সতর্ক হয়ে রাস্তা পার হতে হবে

. জেব্রাক্রসংি অথবা ফুটওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হতে হবে

) ট্রাফিক সিগন্যালের গুরুত্ব পাচটি বাক্যে বুঝিয়ে লিখ

উত্তরঃ ট্রাফিক সিগন্যাল নিরাপদে চলাচলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক সিগন্যাল মানতে হয়। ট্রাফিক সিগন্যাল না মানলে রাস্তায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। লালবাতি ¦ললে গাড়ি থামাতে হয়। সবুজবাতি ¦ললে গাড়ি চলাচল শুরু হয়

) রস্তার পাশে বোর্ডে সামনে স্কুল লেখা থাকে কেন? পাচটি বাক্যে লিখ

উত্তরঃ শহরে সাধারণত রাস্তার পাশেই স্কুল থাকে। স্কুলে ছোট ছেলেমেয়েরা রাস্তা পারাপার হয়। তাই গাড়ি চালকদের সচেতনতার জন্য এবোর্ড লাগানো হয়। এজন্য চালকরা স্কুলের সামনে দিয়ে গাড়ি চালানোর সময় সতর্ক থাকেন। মুলত দুর্ঘটনা এড়ানোর জন্যই বিশেষ ব্যবস্থা

প্রশ্ন-৬। নিচের অনুচ্ছেদটি পড়ে ( কে, কী , কোথায়, কীভাবে, কেন, কখন দিয়ে ) প্রশ্ন তৈরি কর

আরিফ গ্রামে থাকে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় আরিফ বাবার সাথে ঢাকা শহরে ঘুরতে এসেছে। আরিফ দেখল এক জায়গায় লালবাতি ¦লায় সকল গাড়ি থেমে গেল। এর কিছুক্ষণ পর হলুদবাতি ¦লল তার পর সবুজ বাতি। সবুজ বাতি øার পর সব গাড়ি চলতে শুরুকরল। আরিফ বাবার কাছে বিষয়ে জানতে চাইলে বাবা বলেন। লাল বাতিজ¦ললে গাড়ি থামে। আর সবুজ বাতি ¦ললে গাড়ি চলতে শুরু করে

উত্তরঃ

) লাল বাতি কী অর্থ প্রকাশকরে?

) আরিফ কোথায় থাকে?

) গাড়ি থামা চলার বিষয়ে আরিফের বাবা কীভাবে আরিফকে বুঝিয়ে বলেন?

) আরিফ শহরে এসেছে কেন?

) আরিফ শহরে ঘুরতে আসে কখন?

 

নিরাপদে চলাচল 

অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট

শ্রেণি- তৃতীয়

পাঠ্যবই থেকে ব্যাকরণ অংশ             

প্রশ্ন-১। নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও                                                                                    ১০

ক্ষ, ম্প, ব্র, ট্র, স্ত

প্রশ্ন-২। সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ।                                                       

ছবি জানতে চাইল গাড়ি কেন থামল মামা জামিল বললেন ডান দিকে তাকাও যে লালবাতি জ্বলছে 

প্রশ্ন-৩। এককথায় প্রকাশ কর।                                                                                         

) বছর বিষয়ক; ) রেলপথ সড়ক যেখানে মেশে; ) রাস্তার উপর দিয়ে যানবাহন চলাচলের সেতু; ) বিপদের আশঙ্কাযুক্ত যা; )রাস্তার উপর দিয়ে পায়ে চলাচলের সেতু

প্রশ্ন-৪। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ।                                                                 

জোরে, নির্দিষ্ট, চওড়া, বন্ধ, সতর্ক

 

উত্তরমালা

প্রশ্ন-১। নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও

ক্ষ, ম্প, ব্র, ট্র, স্ত

উত্তর

ক্ষ     =      + -শিক্ষা   -শিক্ষা লাভ করা সকলের অধিকার

ম্প     =      + -সম্পর্ক -জনি আর আমাদের সম্পর্ক খুব ভালো

ব্র      =      + -ফলা্র )-      ব্রিজ   -      আমরা ব্রিজে উঠলাম

ট্র      =      + -ফলা্র )-      ট্রাক   -      আমাদের ট্রাক আছে

স্ত      =      + -বস্তি - রেল লাইনের ধারে বস্তি গড়ে উঠেছে

প্রশ্ন-২। সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ। 

ছবি জানতে চাইল গাড়ি কেন থামল মামা জামিল বললেন ডান দিকে তাকাও যে লালবাতি জ্বলছে 

উত্তর : ছবি জানতে চাইল, গাড়ি কেন থামল মামা? জামিল বললেন, ডান দিকে তাকাও। যে লালবাতি জ্বলছে

প্রশ্ন-৩। এককথায় প্রকাশ কর। 

) বছর বিষয়ক; ) রেলপথ সড়ক যেখানে মেশে; ) রাস্তার উপর দিয়ে যানবাহন চলাচলের সেতু; ) বিপদের আশঙ্কাযুক্ত যা; )রাস্তার উপর দিয়ে পায়ে চলাচলের সেতু

উত্তর : ) বার্ষিক) লেভেলক্রসিং) ফ্লাইওভার;   ) বিপজ্জনক) ফুটওভার ব্রিজ

প্রশ্ন-৪। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ। 

জোরে, নির্দিষ্ট, চওড়া, বন্ধ, সতর্ক

উত্তর

শব্দ   বিপরীত শব্দ

জোরে -      আস্তে

নির্দিষ্ট  -      অনির্দিষ্ট

চওড়া -      সরু

বন্ধ    -      খোলা

সতর্ক  -      অসতর্ক

No comments:

Post a Comment

Popular