Breaking

Sunday, February 20, 2022

বড় কে হরিশ্চন্দ্র মিত্র -প্রশ্ন ও উত্তর সহকারে





বড়
কে

নিচের অনুচ্ছেদটি পড়ে ১ও নং প্রশ্নের উত্তর দাওঃ

আপনারে বড় বলে,

বড় সে নয়,

লোকে যারে বড় বলে,

বড় সে হয়

বড় হওয়া সংসারেতে

কঠিন ব্যাপার,

সংসারে সে বড় হয়,

বড় গুণ যার

গুণেতে হইলে বড়,

বড় বলে সবে,

বড় যদি হতে চাও,

ছোট হও তবে

প্রশ্ন-১। নিচের শব্দগুলোর অর্থ লিখ

সংসারেতে, আপনাকে, বড়, ব্যাপার, গুণ, লোকে, কঠিন

উত্তরঃ

শব্দ   শব্দার্থ

সংসারেতে    পৃথিবীতে, জীবনে

 আপনাকে     নিজেকে

 বড়    মহৎ শ্রেষ্ঠ

 ব্যাপার        বিষয়. কাজ

গুণ     বৈশিষ্ট্য

লোকে  মানুষে

কঠিন   শক্ত

প্রশ্ন-২। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

) বড় কে? বড় হওয়ার জন্য কবি আমাদের কী করতে বলেছেন?

উত্তরঃ যার বড় গুণ আছে সেই প্রকৃতপক্ষে বড়। বড় হওয়ার জন্য নিজেকে ছোট ভাবতে বলেছেন

) বড় হওয়া সংসারেতে কঠিন কেন? চারটি বাক্যে লিখ

উত্তরঃ বড়হওয়ার জন্য আমাদের বিনয়ী হওয়া প্রয়োজন। নিজেকে সব সময় অন্যের চেয়ে ছোট ভাবতে হবে। নিজেকে বড় মনে করে অহংকার করলে বড় হওয়া যায় না। বড় হতে হলে ভালো গুন অর্জনকরতে হয় যা সংসারেতে কঠিন ব্যাপার

) লোকে যাকে বড় বলে বড় সে হয় বলতে কী বোঝানো হয়েছে? চারটি বাক্যে লিখ

উত্তরঃ নিজেকে যে বড় বা গুনী বলে মনে করে আসলে সে বড় নয়। লোকে যাকে বড় বা মহৎ বলে সেই প্রকৃত বড় বা মহৎ। যাদের মাঝে বিনয় ভালো গুণ রয়েছে তারাই প্রকৃত বড়। তাই নিজেকে বড় না ভেবে মহৎ গুনের অধিকারী হওয়ার চেষ্টা করা উচিত

নিচের উদ্দীপকটি পড়ে নং প্রশ্নের উত্তর দাওঃ

শুধাল, হে জ্ঞানী। আকাশের চেয়ে উচ্চতা বেশি কার?

জ্ঞানী বলে বাছা সত্যের চেয়ে উচু নাহি কিছু আর। 

পুণঃ সে কহিল পৃথিবীর চেয়ে ওজনে ভারী কী আছে?

জ্ঞানী বলে, বাছা নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে

জিজ্ঞাসে পুণঃ পাথরের চেয়ে কী আছে অধিক শক্ত

জ্ঞানী বলে. বাছা সেই যে হৃদজগদশী প্রেম ভক্ত

কহিল আবার, অনলের চেয়ে উত্তাপ বেশি কার?

জ্ঞানী বলে, বাছা ঈষার কাছে বিহতাপও ছার’’

পুছিল পথিক, বরফের চেয়ে শীতল কি কিছু নাই?

জ্ঞান বলে, বাছা স্বজনে বিমখ হৃদয় যে ঠিক তাই

শুধাল সে জন, সাগরহইতে কে অধিক ধনবান

জ্ঞানী বলে, বাছা তুষ্ট হৃদয় তারো চেয়ে গরীয়ান

৩। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেয়া হলো উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ কর

শব্দ   শব্দার্থ

জ্ঞানী  জ্ঞান আছে যার

 শক্ত   কঠিন

 ঈর্ষা    হিংসা

 উত্তাপ  তাপ, উষ্ণতা

 অনল  আগুন. অগ্নি

 গরীয়ান       মহান

) ------------উত্তাপ আগুনের চেয়ে বেশি

) পাথরটি অনেক------------

) আগুনের ------------ অনেক বেশি

) রফিক সাহেব একজন------------ মানুষ

) তুষ্ট হৃদয় তারো চেয়ে------------

উত্তরঃ ) ঈর্ষার ) শক্ত ) উত্তাপ ) জ্ঞানী ) গরীয়ান

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

) ঈর্ষার উত্তাপ কার চেয়ে বেশি? কেন ? চারটি বাক্যে লিখ

উত্তরঃ ঈর্ষার উত্তাপ আগুনের চেয়ে বেশি ।কারণ-

. ঈর্ষার কারনে মানুষ অন্যের সুখ্য সহ্য করতে পারে না

. ঈর্ষার কারণেমানুষ পাপে লিপ্ত হয়

. ঈর্ষাকারী অপরের সুখ শান্তি দেখে নিজেই যন্ত্রণায় ভোগে

. আগুন যেমন সবকিছুকে ¦ালিয়ে পুড়িযে দেয়। ঈষাও তেমিন মানুষের অন্তরকে ¦ালিয়ে দেয়

) আকাশের চেয়ে বেশি উচ্চতা কার? জ্ঞানীর উত্তরে ফুঠে ্ওঠা চারটি চরম সত্য কথা লেখ

উত্তরঃ আকাশের চেয়ে বেশি উচ্চতা সত্যের। জ্ঞানীর উত্তরে ফুটে ওঠা চারটি চরম সত্যকথা নিচে তুলে ধর াহলো

. পৃথিবীতে সত্যের চেয়ে উচ্ু আর কিছু নেই

. ঈর্ষার উত্তাপ আগুনের চেয়ে বেশি 

. স্বজনবিমুখ হৃদয় বরফের মতো শীতল

. ঈশ^রপ্রেম ভক্ত হৃদয় পাথরের চেয়েও শক্ত

) জ্ঞানী শব্দের অর্থ কী? পথিক জ্ঞানীর কাছে যে বিষয়গুলো সম্পর্কে জানাতে চেয়েচেন তার মধ্য হতে চারটি বিষয় লিখ

উত্তরঃ জ্ঞানী শব্দের অর্থ জ্ঞান আছে। এমন ব্যক্তি। পথিক জ্ঞানীর কাছে যে বিষয়গুলো জানতে চেয়েছেন তার মধ্যে চারটি হলেঅ-

. আকাশের চেয়ে কার উচ্চতা বেশি?

. আগুনের চেয়ে উত্তাপ বেশি কার?

. পৃথিবীর চেয়ে ওজনে ভারী কী?

. বরফের চেয়ে শীতল কী?

প্রশ্ন-৬। নিচের অুনচ্ছেদটি পড়ে ( কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন দিয়ে) প্রশ্ন তৈরি কর

আহসান সাহেবের অনেক অর্থ বিত্ত। সম্প্রতি গুলশানে একটি বাড়ি করেছেন। অর্থের অহংকারে তিনি মানুষকে মানুষ মনে করেন না। অপরদিকে শাফায়াত সাহেব সামান্য অর্থ বিত্তের অধিকারী হলেও তার মধ্যে অহংকারের লেশমাত্রা নেই। নিজের সামর্থ্য অনুযাযী তিনি গরিবদের উপকার করার চেষ্টা করেন। শাফায়াত সাহেবকে সবাই শ্রদ্ধা করে। বস্তুতএ জগৎ সংসারে মানুষ তাকেই বড় বলে যার বড় গুণ আছে

উত্তরঃ

) কে কোনো অহংকার করে না?

) বিত্ত শব্দের অর্থ কী?

) আহসান সাহেব সম্প্রতি কোথায় বাড়ি করেছেন?

) শাফায়াত সাহেব কীভাবে মানুষের উপকার করেন?

) আহসান সাহেবকে সকলে অপছন্দ করে কেন?

 

 

বড় কে

 

         অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট

                                                                       শ্রেণি- তৃতীয়

                                                                                    

 

 

 

প্রশ্ন-১। নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও।                                                                                     ১০

ক্ত, ম্প, ত্ত, ^, স্ক, জ্ঞ, প্র

প্রশ্ন-২। সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ                                                      

আপা জিজ্ঞাসা করলেন কী হলো একজন বলো শানু বলল কীভাবে ছক পূরণ করব আপা

প্রশ্ন-৩। নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লেখ                                                              

রাখিবার, দৌড়াইয়া, পারিবে, করিতে, দিতেছি

প্রশ্ন-৪। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ                                                                        

খুশি, জমা, জিজ্ঞাসা, ইচ্ছুক, প্রথম

 

 

উত্তরমালা

প্রশ্ন-১। নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও।                                                                                     ১০

ক্ত, ম্প, ত্ত, ^, স্ক, জ্ঞ, প্র

যুক্তবর্ণ বিভাজিত বর্ণ  বাক্য

ক্ত     + সংসারেতে বড় হওয়া শক্ত ব্যাপার

ম্প     +  সম্পদ চিরস্থায়ী হয় না

ত্ত      +   প্রশ্নের সঠিক উত্তর দিবে

^    +   বিশ^ আজ মানুষের হাতের মুঠোয়

স্ক     +  স্কুলে আমরা পড়ালেখা করি

জ্ঞ     + ্র  (-ফলা)    আধুনিক যুগ বিজ্ঞানের যুগ

প্র              লোপা প্রথম শ্রেণিতে পড়ে

প্রশ্ন-২। সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ

আপা জিজ্ঞাসা করলেন কী হলো একজন বলো শানু বলল কীভাবে ছক পূরণ করব আপা

উত্তর : আপা জিজ্ঞাসা করলেন, কী হলো? একজন বলো। শানু বলল, কীভাবে ছক পূরণ করব আপা?

প্রশ্ন-৩। নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লেখ

রাখিবার, দৌড়াইয়া, পারিবে, করিতে, দিতেছি

উত্তর :

ক্রিয়াপদ                  চলিত রূপ

রাখিবার       -      রাখার

দৌড়াইয়া     -      দৌড়ে

পারিবে -      পারবে

করিতে -      করতে

দিতেছি       -      দিচ্ছি

প্রশ্ন-৪। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ

খুশি, জমা, জিজ্ঞাসা, ইচ্ছুক, প্রথম

উত্তর      

মূল শব্দ                  বিপরীত শব্দ

খুশি   -      অখুশি/বেজার

জমা   -      খরচ

জিজ্ঞাসা       -      জবাব

ইচ্ছুক -      অনিচ্ছুক

প্রথম  -      শেষ

 


No comments:

Post a Comment

Popular