রাজা ও তার তিন কন্যা
গল্পটিতে যা বলা হয়েছে-
গল্পটিতে পিতা ও কন্যার ভালোবাসার কথা বলা হয়েছে। এক রাজা তার মেয়েদের কাছে জানতে চাইলেন কে তাকে কীরকম ভালোবাসে। উত্তরে বড় মেয়ে তাকে চিনির মতো আর মেঝো মেয় তাকে মিষ্টির মতো ভালোবাসে বলে জানাল। ছোট মেয়ে বলর সে তাকে নুনের মতো ভালোবাসে। একথা শুনে রাজা রেগে গিয়ে ছোট মেয়েকে বনবাসে পাঠিয়ে দিলেন। কিন্তু একদিন শিকারে গিয়ে কন্যার হাত বিস্বাদ খাবার খেয়ে রাজা নুনের গুরুত্ব বুঝতে পারলেন। তখন তিনি তার প্রতি ছোট মেয়ের ভালোবাসার গভীরতা বুঝতে পারলেন। রাজা নিজের ভুল বুঝতে পেরে ছোট মেয়েকে ফিরিয়ে আনলেন।
পাঠ্যবই থেকে অনুচ্ছেদ-৩
নিচের উদ্দীপকটি পড়ে ১ও ২নং প্রশ্নের উত্তর দাওঃ পাঠ্যবই থেকে.
একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবেন। ---- উজির নাজির পাইক বরকন্দাজ নিয়ে বেরোলেন্ শিকারে। শিকারের খোজে ঘুরতে ঘুরতে পৌছলেন সেই গভীর অরণ্যে। রাজা তখন খুবই ক্ষুধার্ত।
সবাই দুরে দেখতে পেল একটা সুন্দর কুটির। সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। রাজার লোকেরা তাকে বলল রাজা খুব ক্ষুধার্ত। তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন। পারুল বলল আপনরা একটু জিরিয়ে নেন। সে রান্না করল পোলাও কোরমা ও মাংস। ---- কিন্তু কোনো কিছুতে ্একটুও নুন দিল না।
এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন। ---- সুন্দর রান্না তবে বেজায় বিস্বাদ। একটুও নুন ন্ েকোনো খাবারে। রাজা খুব বিরক্ত হলেন। নুন ছাড়া কি কিছু খাওয়া যায? পারুল ছিল কাছেই। সে এগিয়ে এলো। বলল বাবা আমাকে চিনতে পেরেছেন? আমার নাম পারুল। আপনার ছোট কন্যা। আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন।
রাজা নিজের ভুল বুঝতে পারলেন। নিজের আদরের মেয়েকে বুকে জুড়িয়ে ধরলেন।
প্রশ্নঃ ৩ নিচের শব্দগুলো অর্থ লেখোঃ
নুন, রাজা, কন্যা, বিস্বাদ, বনবাসে, খুশি, বিস্বাদ
উত্তরঃ
শব্দ শব্দার্থ
নুন লবন।
রাজা নৃপতি,
দেশশাসক।
কন্যা দুহিতা,
তনয়া।
বিস্বাদ কোনো স্বাদ নেই
বনবাসে শাস্তিস্বরুপ বনে বসবাসের জন্য পাঠানো।
সাজানো সারিবদ্ধভাবে রাখা।
প্রশ্নঃ ৪ নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক. রাজা বিরক্ত হওয়ার চারটি কারণ লিখ।
উত্তরঃ রাজার বিরক্ত হওয়ার চারটি কারণ হলো
১. পারুল রাজাকে নুনের মতো ভালোবাসি বলায়।
২. পারুল রাজাকে নুন ছাড়া খাবার খেতে দেওয়ায়।
৩. রান্না সুন্দর হলেও খেতে না পারায়্
৪. নুন ছাড়া খাবার বিস্বাদ হওয়ায়।
খ. কে নিজের ভুল বঝুতে পেরেছিলেন? কীভাবে ভুল বুঝতে পারলেন? তিনটি বাক্যে খিল?
উত্তরঃ রাজা নিজের ভুল বুঝতে পেরেছিলেন। নুনের মতো ভালোবাসে বলে রাজা তার ছোট কন্যা পারুলকে বনবাসে পাঠান। সেখানে পারুল নুন ছাড়া রান্না করা খাবার রাজাকে খেতে দিলে রাজা নুনের গুরুত্ব বুঝতে পারেন। মেয়েকে বনবাসে পাঠানো যে নিজের ভুল হয়েছে তাও বুঝতে পারেন তিনি।
গ. সুন্দর রান্নার পরেও খাবার বিস্বাদ লাগছিল কেন? দুটি বাক্যে লিখ।
উত্তরঃ সুন্দর রান্না হলেও খাবারে নুন দেওয়া হয়নি। নুন না দিয়ে রান্না করায় খাবার বিস্বাদ লাগছিল।
পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ -৩
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও। পাঠ্যবই
বহিভূত.
দহলিং রাজ্যের রাজা মহেশ। রাজা মহেশ ও তার রানির সেবা যতেœর জন্য অনেক দাস দাসী ছিল। তাদের মধ্যে সবচেয়ে বিশ^স্ত ছিল কমলা। কমলা অনেক কাজ করত। কাজে কখনো ফাকি দিত না। একারণে রাজাও তাকে পছন্ করত। কিন্তু অন্য দাস দাসীরা এটা পছন্দ করত না। তাই তারা কমলার প্রতি ঈর্ষান্বিত হয়ে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে। তারা কমলার নামে নানা কুৎসা রটায় এবং একদিন মিথ্য চোর বানিয়ে তাকে রাজার কাছে আনে। রাজা রেগে গিয়ে কমলাকে শাস্তিস্বরুপ বনাসে পাঠান কমল ামনে খুব কষ্ট পায় এবং এক সময় প্রমান করে যে সে চুরি করেননি। রাজাও তার ভুল বুঝতে পারেন। তখন রাজা কমলাকে রাজদরবরারে নিয়ে আসেন। রাজা বুঝতে পারেন। সৎলোকের একদিন বিজয় হবেই।
প্রশ্নঃ ৩ নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো । উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পুরণ করোঃ
শব্দ শব্দার্থ
বিজয় জয়।
প্রমাণ সত্যাসত্য
নির্ণয়ের উপায়।
যত্ন সেবা আদর।
রাজদরবার রাজসভা।
রাজা যিনি রাজ্য চালনা করেন।
বিশ্বস্ত বিশ্বাসের উপযুক্তউ, বিশ্বাসী
ক) সে খুব আদর -------- করল।
খ) -------- খুব দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনা করেন।
গ) আলিম আমাদের -------- বন্ধু।
ঘ) বিচার করার সময সাক্ষ্য-------- লাগে।
ঙ) সত্যের-------- আসবেই।
উত্তরঃ ক) যত্ন খ) রাজ্য গ) বিশস্ত ঘ) প্রমাণ ঙ) বিজয়।
প্রশ্নঃ ৪নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক) কমলা কেমন দাসী ছিল। রাজা কমলাকে বনবাসে পাঠানোর কারণ চারটি বাক্যে লিখ
উত্তরঃ কমলা ছিল সৎ দাসী।
কমলা সারাদিন রাজা ও রানির সেবা করত। অনেক দাস দাসীর মধ্যে সে রাজ্য রানির বিশ^স্ত দাসী। এতে অন্য দাসীরা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করে রাজার কাছে কমলাকে চোর প্রমাণিত করে। আর এ চুরির অপরাধে রাজা কমলাকে শাস্তি দেওয়ার জন্য বনবাসে পাঠান।
খ) কমলাকে অন্য দাস দাসীরা পছন্দ না করার পাচটি কারণ লেখ।
উত্তরঃ কমলাকে অন্য দাস দাসীরা পছন্দ না করার পাচটি কারণ নিচে দেওয়া হলো
১. কমলা সৎ ছিল।
২. সারাদিন রাজা রানির সেবা করত।
৩. কমলা অনেক কাজ করত।
৪. কোনো কাজে ফাকি দিত না।
৫. রাজা রানির কাছে সবচেয়ে বিশস্ত ছিল।
গ) সৎ লোকের একদিন বিজয় হবেই।্ এ বাক্যটি দিয়ে কী বোঝানো হয়েছে।
উত্তরঃ রাজা দাস দাসীদের মিথ্যা প্ররোচনায় পড়ে তার বিশস্ত দাসী কমলাকে বনবাসে পাঠান। অথচ কমলা ছিল অত্য্যন্ত সৎ ও পরিশ্রমী। কমরাকে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তা এক সময় ভুল প্রমাণিত হয়। এতে রাজা নিজের ভুল বুঝতে পারেন এবং কমলাকে ফিরিয়ে আনেন। আলোচ্য বাক্যটি দিয়ে মুলত এটাই বোঝানো হয়েছে।
প্রশ্নঃ ৫ দনিচের অনুচ্ছেদটি পড়ে ( কে. কী, কোথায় . কীভাবে . কেন কখন দিয়ে ) প্রশ্ন তৈরি কর।
কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে জানি একটা মেয়ে এলো। এসে তাকে বলে রানির দাসীর দরকার হয় তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজন দাসীর দরকার ছিল কাঞ্চনমালাল। মেয়েটাকেসেই কাজের জন্য নিয়ে নেন রানি। নদীর ঘাটে গেেেছন রানি। সঙ্গে কী করে থাকে টাকাকড়ি। তখন হাতের সোনার কাকন দিয়েই রানিকে কিনতে হয় ওই দাস।ি তাই তার নাম কাকনমালা।
উত্তরঃ
ক) কে এসে রানিকে দাসী লাগবে কি না জিজ্ঞেস করে?
খ) কাঞ্চনমালা কী দিয়ে দাসী কেনেন?
গ) কাঞ্চনমালা স্নান করতে কোথায় যান?
ঘ) রানি দাসী কেনেন কীভাবে?
ঙ) দাসীর নাম কাকনমালা হয় কেন?
রাজা ও তার তিন কন্যা
অধ্যায়
ভিত্তিক মডেল টেস্ট
শ্রেণি- তৃতীয়
পাঠ্যবই থেকে ব্যাকরণ অংশ
প্রশ্নঃ১ নিচের যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করোঃ ১০
প্রশ্ন, কষ্ট, সুস্থ, অন্ন, মুক্ত।
প্রশ্নঃ ২ সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ। ৫
এক ছিল রাজা রাজার ছিল এক রানি আর ছিল তিন কন্যা শিমুল বকুল ও পারুল
প্রশ্নঃ ৩ এককথায় প্রকাশ কর। ৫
ক. গাছপালায় ভরা বনজঙ্গল; খ. যে জিনিসে কোনো স্বাদ নেই; গ. যে সেপাইয়ের সাথে বন্দুক থাকে; ঘ. খুব বেশি; ঙ. মানুষ ও অন্যান্য প্রাণী।
প্রশ্নঃ ৪নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখ। ৫
রাজা, কন্যা, অরণ্য, ইচ্ছা, হুকুম।
উত্তরমালা
প্রশ্নঃ১ নিচের যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করোঃ ১০
প্রশ্ন, কষ্ট, সুস্থ, অন্ন, মুক্ত।
উত্তরঃ
প্রশ্ন- পরীক্ষায়
প্রশ্ন সহজহয়েছে।
কষ্ট- কষ্ট না করলে সুখ আসে না।
সুস্থ- সুস্থ থাকতে হলে নিয়ম মানতে হয়।
অন্ন- পরিশ্রম
করলে অন্ন কষ্ট হবে না
মুক্ত- পাখিটিকে
মুক্ত করে দাও।
প্রশ্নঃ ২ সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ। ৫
এক ছিল রাজা রাজার ছিল এক রানি আর ছিল তিন কন্যা শিমুল বকুল ও পারুল
উত্তর : এক ছিল রাজা। রাজার ছিল এক রানি। আর ছিল তিন কন্যা। শিমুল, বকুল ও পারুল।
প্রশ্নঃ ৩ এককথায় প্রকাশ কর। ৫
ক. গাছপালায় ভরা বনজঙ্গল; খ. যে জিনিসে কোনো স্বাদ নেই; গ. যে সেপাইয়ের সাথে বন্দুক থাকে; ঘ. খুব বেশি; ঙ. মানুষ ও অন্যান্য প্রাণী।
উত্তর : ক. অরণ্য; খ. বিস্বাদ; গ. বরকন্দাজ; ঘ. বেজায়; ঙ. জনপ্রাণী।
প্রশ্নঃ ৪নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখ। ৫
রাজা, কন্যা, অরণ্য, ইচ্ছা, হুকুম।
উত্তর :
শব্দ সমার্থক শব্দ
রাজা নৃপতি, দেশশাসক।
কন্যা মেয়ে, জায়া।
অরণ্য জঙ্গল, বন।
ইচ্ছা সাধ, আগ্রহ।
হুকুম আদেশ, নির্দেশ।
No comments:
Post a Comment