Breaking

Monday, January 31, 2022

হাটে যাবো আহসান হাবীব প্রশ্ন ও উত্তর সহকারে


 হাটে যাবো

আহসান হাবীব

ছড়াটিতে যা বলা হয়েছে-

এছড়াটিতে গ্রামের ছোট নদী পারাপারের কথা বলা হয়েছে ছোট ছেলেটি হাটে যেতে চায় তাকে নদী পার হয়ে হাটে যেতে হবে কিন্তু সেখানে তো খেয়াঘাট নেই তাই সে একজনমাঝিকে অনুরোধকরে তাকে নিয়ে যেতে মাঝিতার কাছে টাকা চাইলে ছেলেটি জানায় তার কাছে টাকা পয়সা নেই তখন মাঝি ছেলেটিরে মুখের মধুর হাসির বিনিময়ে তাকে পার করে দিতে চায় ছেলেটি খুব খুশি হয়

 

কঠিন বানানগুলো বার বার খাতায় লিখঃ

আহসান, হাবীব, মাঝি, কড়ি, হাসিটুকু, খুশিটুকু, ঘাট, নিঘাটা, কড়া

পাঠ্যবই থেকে অনুচ্ছেদ-

নিচের উদ্দীপকটি পড়ে ১ও নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তরদাওপাঠ্যবই থেকে.

হাটে যাবো হাটে যাবো ঘাটে নেই নাও.

নি ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও

নিয়ে যাবো নিয়ে যাবো কত কড়ি দেবে?

কড়ি নেই কড় নেই আরকিবা নেবে?

সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও

হাসিটুকু নিও আর খুশিটুকু নিও

প্রশ্ন-   প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখ ? যে কোনো ৫টি

নি- ঘাট, নাও , কড়ি কড়া, মাঝি, ঘাট, হাট , নায়ের

প্রদত্ত শব্দ     শব্দার্থ

নি- ঘাট        যেখানে ঘাট নেই

নাও    নৌকা

কড়ি কড়া     টাকা পয়সা

মাঝি   যে নৌকা চালায়

ঘাট    যেখানো নৌকা ভেড়ে

হাট    সপ্তাহের নিদির্ষ্ট দিয়ে ক্রয় বিক্রয়ের স্থান

নায়ের নৌকার

 

 প্রশ্ন-   নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

) খোকা মাঝিকে পার করে দেওয়ার বিনিময়ে হাসি খুশি উপহার দিতে চেয়েছে কেন? দুটি বাক্যে লিখ

উত্তরঃ খোকার কাছে টাকা পয়সা নেই তাই খোকা মাজিকে পার করে দেওয়ার বিনিময়ে হাসি খুশি উপহার দিতে চেয়েছে

) খোকা কোথায় যাবে? বাড়ি ছাড়াও মাঝি খোকাকে নিয়ে যেতে রাজি হয়েছে কেন? তিনটি বাক্যে লিখ

উত্তরঃ খোকা হাটে যাবে

খোকার সোনামুখের হাসি মাঝির কাছে অত্যন্ত প্রিয় তার মুখের মধুর হাসির মুল্য টাকা পয়সার চেয়ে অনেক দামী তাই মাঝি কড়ি ছাড়াও খোকাকে নিয়ে যেতে রাজি হয়েছে

) খোকার ঘাটে দাড়িয়ে থাকার চারটি কারণ লেখ

উত্তরঃ খোকার ঘাটে দাড়িযে থাকার চারটি কারণ হলো

. নদীর পার হয়ে খোকা হাটে যাবে বলে

. ঘাটে কোনো নৌকা না থাকায

. খোকার হাতে টাকা কড়ি না থাকায

. নৌকা আসার অপেক্ষায় খোকা ঘাটে দাড়িয়ে থাকে

 

পাঠ্যব্ই বহির্ভূত অনুচ্ছেদ -

নিচের কবিতাংশটি পড়ে নম্বর প্রশ্নগুলোর উত্তর দাওঃপাঠ্যবই বহিভূত.

কোথায় চলেছে! এদিকে এসো না

দুটো কথা শোনা দিকি,

এই নাও এই চকচকে ছোটো,

নতুন রুপোর সিকি

ছোকানুর কাছে দুটো আনি আছে,

 তোমায় দিচ্ছি তাও,

 আমাদের যদি তোমার সঙ্গে

নৌকায় তুলে নাও

নৌকা তোমার ঘাটে বাধা আছে-

যাবে কী অনেক দুরে?

পাড়ে পড়ি মঝি সাথে নিয়ে চলো

মোরে আর ছোকানুর

আমারে চেনো না ? আমি যে কানাই

ছোকানু আমার বোন

তোমার সঙ্গে বেড়াবো আমরা পদ্মা মেঘনা শোণ

প্রশ্নঃ ৩নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলো শূন্যস্থান পুরন করোঃ

শব্দ    শব্দার্থ

মাঝি   যে নৌকা চালায়

 চকচকে      উজ্জ্বল

 সিকি  পচিশপয়সা

 মোরে আমাকে

 আনি  পয়সা

 শোণ  একটি নদীর নাম

) ---------- করলেই সোনা হয় না

) মিনুর কাছে ছয়টি---------- আছে

) ---------- নদীর ঘাটে নৌকা বাধা আছে

) তুমি যাবে কী---------- সনে?

) গান গেয়ে ---------- নৌকা বয়ে যায

উত্তরঃ ) চকচক ) সিকি ) শোণ ) মোর ) মাঝি

প্রশ্নঃ ৪নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

) কানাইয়ের বোনো নাম কী? কানাই মাঝিকে তাদের নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করছে কেন? চারটি বাক্যে লিখ

উত্তরঃ কানাইয়ের বোনের নাম ছোকানু

কানাই তার বোন ছোকানুরে নিয়ে নৌকায় ঘুড়ে বেড়াতে চায় নৌকায় করে তারা অনেক দুরে যাবে মানের আনন্দে পদ্মা মেঘনা শোণ নদীতে ভেসে বেড়াবে কানাই তার ইচ্ছে পূরণের জন্য মাঝিকে তাদের নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করছে

) ছোকানুর কাছে দুটো আনি আছে তোমায় দিচ্ছি তাও এই চরণটিতে কী বোঝানো হয়েছে?

উত্তরকানাই তাই তার বোনকে নিয়ে নৌকায় চড়ে দিতে হয় কিন্তু নৌকায় চড়তে মাঝিকে পয়সা দিতে হয় তাই তার কাছে এবং তার ছোট বোন ছোকানুর কাছে যে পয়সা আছে তা মাঝিকে দিতে চায় সে এর বিনিময়ে মাঝি যেন তাদের নৌকায় তুলে নেয় এটি চরণটিতে মুলত এটাই বোঝানো হয়েছে

) কানাই বোনকে নিয়ে কীসের করে ঘুরড়ে  চেয়েছে? ঘুরতে যাওয়ার চারটি কারণ লেখ

উত্তরঃ কানাই বোনকে নিয়ে নৌকায় করে ঘুরতে চেয়েছে

ঘুরতে যাওয়ার চারটি কারণ নিচে উল্লেখ করা হলো

. কানাই ছোকানু মাঝির সাথে পদ্মা মেঘনা শোন নদী দেখতে চায়

. নৌকাায় চড়ে তারা অনেক দুর ভেষে বেড়াবে

. নদীর পর নদী পার হয়ে মনের ইচ্ছা পূরন করতে চায়

. বোনকে নিয়ে নদীতে ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করবে

প্রশ্নঃ নিচের অনুচ্ছেদটি পড়ে ( কে. কি. কোথায়, কীভাবে , কেন, কখন দিয়ে) প্রশ্ন তৈরি কর

হাটে যাব হাটে যাব ঘাটে নেই নাও

নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও

নিয়ে যাব নিয়ে যাব কত কড়ি দেবে,

কড়ি নেই কড়া নেই আর কিবা নেবে?

সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও

হাসিটুকু নিও আর খুশিটুকু নিও

 

উত্তরঃ

) ঘাট পার হবে কে?

) কড়ি শব্দের অর্থ কী?

) কিশোর কোথায় যাবে?

) কিশোর কীভাবে ঘাট পার হবে?

) নায়ের মাঝি কিশোরের কাছ থেকে শুধুহাসি উপহার নেবে কেন?

        

হাটে যাবো

আহসান হাবীব

         অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট

                                                                       শ্রেণি- তৃতীয়

                                                                                   

 

 

 

প্রশ্নঃ ক্রিয়াপদের চলিতরুপ লেখোঃ                                                                                  

যাইব, দিয়াছিল, লইয়া, ভিড়াইবার, জানিয়া

প্রশ্নঃ ২নিচের যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করঃ                                                                      ১০

ঙ্গ, ফ্র, ঙ্ক, চ্ছ, কৃ

প্রশ্নঃ এককথায় প্রকাশ করোঃ                                                                                         

সোনারমতো মুখ, নিদির্ষ্ট দিনে ব্যাপক ক্রয় বিক্রয়ের স্থান, যেখানে নৌকা ভিড়ানোর জায়গা নেই, যে নৌকা বেয়ে জীব্কিা নির্বাহ করে, শামুক জাতীয় সামুদ্রিক জীবের খোল,

প্রশ্নঃ নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ                                                                         

হাসি, খুশি, নেই, জানা, দেবে

 

 

 

 

 

উত্তরমালা

প্রশ্নঃ ক্রিয়াপদের চলিতরুপ লেখোঃ                                                                                  

যাইব, দিয়াছিল, লইয়া, ভিড়াইবার, জানিয়া

উত্তর :        

ক্রিয়াপদ                চলিত রূপ

যাইব      যাব

দিয়াছিল            দিয়েছিল

লইয়া      নিয়ে

ভিড়াইবার          ভেড়াবার

জানিয়া              জেনে

প্রশ্নঃ ২নিচের যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করঃ                                                                      ১০

ঙ্গ, ফ্র, ঙ্ক, চ্ছ, কৃ

উত্তর :

ঙ্গ       =      + - অঙ্গ

ফ্র      =      + -ফলা   ্র . - ফ্রক

ঙ্ক      =      +         - অঙ্ক

চ্ছ      =      + - কচ্ছপ

কৃ      =      + -কার     .- কৃষক

প্রশ্নঃ এককথায় প্রকাশ করোঃ                                                                                         

সোনারমতো মুখ, নিদির্ষ্ট দিনে ব্যাপক ক্রয় বিক্রয়ের স্থান, যেখানে নৌকা ভিড়ানোর জায়গা নেই, যে নৌকা বেয়ে জীব্কিা নির্বাহ করে, শামুক জাতীয় সামুদ্রিক জীবের খোল,

উত্তরঃ

সোনারমতো মুখ-                              সেনামুখ

নিদির্ষ্ট দিনে ব্যাপক ক্রয় বিক্রয়ের স্থান-      হাট

যেখানে নৌকা ভিড়ানোর জায়গা নেই-     নি ঘাটা

যে নৌকা বেয়ে জীব্কিা নির্বাহ করে-                 মাঝি

শামুক জাতীয় সামুদ্রিক জীবের খোল-               ককিড়

প্রশ্নঃ নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ                                                                         

হাসি, খুশি, নেই, জানা, দেবে

উত্তর :        

শব্দ                             বিপরীত শব্দ

হাসি         কান্না

খুশি          অখুশি

নেই         আছে

জানা         অজানা

দেবে        নেবে

No comments:

Post a Comment

Popular