ভাষাশহিদের কথা
রচনাটিতে যা বলা হয়েছে-
রচনাটিতে আমাদের মহান ভাষা আন্দোলন এবং এ আন্দোলনে শহিদদের কথা বলা হয়েছে। পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। কিন্তু এদেশের ছাত্র-জনতা তার প্রতিবাদ জানায়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পুলিশ ভাষা আন্দোলনের মিছিলে গুলি চালায়। রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অনেকে শহিদ হন। ভাষাশহিদদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি বাংলায় কথা বলার অধিকার। আমরা তাঁদের চিরকাল মনে রাখব।
পাঠ্য বই থেকে অনুচ্ছেদ-৫
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাওঃ পাঠ্যবই থেকে.
ঢাকা বিশ^বিদ্যালয় এলাকা। চারদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের । পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়। কিন্তু ছাত্র জনতা তা মানবে না। তারা মিছিল করবে। টগবগে তরুণরা বেপরোয়া। প্রয়োজনে তার াজীবন দেবে। মায়ের ভাষার দাবি ছাড়বে না।
প্রশ্নঃ ১নিচের শব্দগুলোর অর্থ লিখ।
গজিয়োছে, টগবগে, ভাষাশহিদ, মিছিল, মাতৃভাষা
উত্তরঃ গজিয়েছে- জন্মেছে, টগবগে- গরম হয়ে উঠা, রাগে উত্তেজিত হয়ে উঠা, ভাষাশহিদ- বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, মিছিল- শোভাযাত্রা, মাতৃভাষা- মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে।
প্রশ্নঃ ২নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক) পুলিশ মিছিল করতে নিষেধ করেছে কেন? দুটি বাক্যে লিখ।
উত্তরঃ বাংলার ছাত্র জনতা উদুর্কে রাষ্ট্রভাষা ঘোষনা করার তীব্র প্রতিবাদ করে মিছিল করে। মিছিলে পাকিস্তান সরকারের বিরোধিতা করা হয়েছিল বলে পুলিশ মিছিল করতে নিষেধ করে।
খ) ছাত্ররা কীসের দাবিতে মিছিল করেছিল? তারা জীবন দিতে প্রস্তুত কেন? তিনটি বাক্যে লিখ।
উত্তরঃ ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল করেছিল।
পাকিস্তান সরকার উদুর্কে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে ছাত্ররা প্রতিবাদ জানায়। পুলিশ সকল প্রকার মিছিল নিষিদ্ধ করে। কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা জীবন দিতে প্রস্তুত হয়।
গ) ভাষা আন্দোলকারীদের সম্পর্কে চারটি বাক্য লিখ।
উত্তরঃ ভাষা আন্দোলনকারীদের সম্পর্কে চারটি বাক্য নিচে দেওয়া হলো
১. পাকিস্তানি সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইলে ভাষা আন্দোলনকারীরা তা মেনে নেয়নি।
২. তারা উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষনার প্রতিবাদ করে।
৩. পুলিশের নিষেধ উপেক্ষা করে তারা মিছিল বের করে।
৪. তারা প্রতিজ্ঞা করে জীবন দিয়ে হলেও মাতৃভাষার মর্যাদা রক্ষা করবে।
পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ -৫
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
আজ আমরা স্বাধীন ও সার্বাভৌম বাংলাদেশে বাস করি। মায়ের মুখের ভাষায় স্বতঃ স্ফুর্তভাবে মনের ভাব ব্যক্ত করেছি। কিন্তু এই বাংলাদেশ এক সময় স্বাধীন ছিল না। কিন্তু বাংলার দামাল ছেলেরা তা সহ্য করতে পারেনি। তাই তারা ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল বের করে। কিন্তু পাকিস্তান সরকারের অনুগত পুলিশ তাদের মিছিলে আক্রমন করে। ফলে পুলিশের গুলিতে শহিদ হন রফিক সালাম বরকত জব্বারসহ আরও অনেকে। তারা হলেন আমাদের ভাষাশহিদ। ভাষাশহিদরা দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসাতেন । তারা অমর। আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরন করি। আমরা তাদের ককনো ভুলোব না। তাদের মতো আমরাও দেশকে ভঅলোবাসব।
প্রশ্নঃ ৩নিচের কয়েকটি শব্দ এবং শব্দার্থে দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ হলোঃ
শব্দ শব্দার্থ
স্মরণ মনে করা।
ব্যক্ত প্রকাশ।
ভাষাশহিদের ভাষার জন্য যারা জীবন দেন।
অমর যার মৃত্যু নেই।
শ্রদ্ধা সম্মান।
আক্রমন হামলা
ক) বাংলা ভাষায় আমরা মনের ভাব ---------- করি।
খ) ভাষাশহিদের আমাদের হৃদয়ে ---------- ।
গ) আমরা বড়াদের ---------- করি।
ঘ) মিছিলে পুলিশ ---------- করল।
ঙ) ---------- দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন।
উত্তরঃ ক) ব্যক্ত খ) অমর গ) শ্রদ্ধা ঘ) আক্রমণ ঙ) ভাষাশহিদের
প্রশ্নঃ ৪নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক) বাংলা দামাল ছেলেরা কী সহ্য করেনি? কেন সহ্য করেনি সে সম্পর্কে চারটি বাক্য লিখ
উত্তরঃ ্উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার পাকিস্তান ষড়যন্ত্র বাংলার দামাল ছেলেরা সহ্য করেনি।
বাঙালিরা মুখের ভাষা বাংলা। পাকিস্তানিরা এ ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। তারা বাংলার পরির্বতে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দে। তাই বাংলার দামাল ছেলেরা সহ্য না করে প্রতিবাদ করে।
খ) আমরা কখনো কাদের ভুলব না? তাদের না ভোলা চারটি কারণলিখ।
উত্তরঃ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যারা শহিদ হয়েছেন আমরা কখনো তাদের ভুলব না। তাদের না ভোলার চারটি কারণ নিচে দেওয়া হলো।
১. পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েচিল বলে তাদের বিরুদ্ধে বাংলার দামাল ছেলেরা প্রতিবাদে গড়ে তুলেছিল।
২. বাংলা ভাষাকে রক্ষা করার জন্য তারা রাজপথে মিছিল বের করে।
৩. মিছিলে পুলিশ গুলি করলে রফিক সালাম বরকত ও জব্বারসহ অনেকে শহিদ হন।
৪. তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাসার মর্যাদা পেয়েছে।
গ) আমাদের রাষ্ট্রভাষার নাম কী? পাকিস্তানিরা কেন বাংলার দামাল ছেলেদেকে হত্যা করেছিলেন। চারটি বাক্যে লিখ।
উত্তরঃ আমাদের রাষ্ট্রভাষার নাম বাংলা পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। বাংলার দামাল ছেলো এর প্রতিবাদের মিছিল করে। কিন্তু পুলিশ মিছিলে গুলি চালালে শহিদ হন রফিক সালাম বরকত জব্বারসহ নাম না জানা আরও অনেকে। মুলত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে দমিয়ে রাখতেই পাকিস্তানিরা বাংলার দামাল ছেলেদের হত্যা করেছিল।
প্রশ্নঃ ৫ নিচের অুনচ্ছেদটি পড়ে ( কে.কী. কোথায়. কীভাবে, কেন, কখন দিয়ে) প্রশ্ন তৈরি কর।
আবুল হায়াত। ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র। ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন। যোগ দিয়েছিলেন মিছিলে। এক সময় মিছিলে গুলি হলো ।গুলি এসে লাগল তার গায়ে। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করলেন। কিন্তু কাতে বাচানো সম্ভব হলো না। রাতেই তিনি মারা গেলেন।
উত্তরঃ
ক) মিছিল শব্দটি অর্থ কী?
খ) আবুল বরকত কোথায় লেখাপড়া করতেন?
গ) আবুল বরকত মারা গেলেন কীভাবে?
ঘ) আবুল বরকত মিছিলে যোগ দিয়েছিলেন কেন?
ঙ) আবুল বরকত মারা গেলেন কখন?
ভাষাশহিদের কথা
অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট
শ্রেণি- তৃতীয়
প্রশ্নঃ ১ নিচের যুক্তবর্ণগুলো বিভাজন করে দেখাওঃ ১০
শ্ব, স্ত, ব্ব, ন্ধ, ক্ত।
প্রশ্নঃ ২সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ। ৫
মিছিল বের হলো পুলিশ গুলি করল গুলিতে নিহত হলেন রফিক সালাম বরকত জব্বারসহ নাম না জানা অনেকে
প্রশ্নঃ ৩ এককথায় প্রকাশ কর। ৫
ক. বিপদের ভয়ে নীরব অবস্থা; খ. যার মৃত্যু নেই; গ. বাধা নিষেধ মানে না এমন; ঘ. নিজের প্রাণ উৎসর্গ করা; ঙ. সুস্থ নয় যে।
প্রশ্নঃ ৪নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ। ৫
মৃত্যু, অসুস্থ, শ্রদ্ধা, ত্যাগ, অমর।
উত্তরমালা
প্রশ্নঃ ১ নিচের যুক্তবর্ণগুলো বিভাজন করে দেখাওঃ ১০
শ্ব, স্ত, ব্ব, ন্ধ, ক্ত।
উত্তর :
শ্ব = শ + ব-ফলা ^ . বিশ্ব
স্ত = স + ত সস্তা
ব্ব = ব + ব আব্বা
ন্ধ = ন + ধ অন্ধ
ক্ত = ক + ত রক্ত
প্রশ্নঃ ২সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ। ৫
মিছিল বের হলো পুলিশ গুলি করল গুলিতে নিহত হলেন রফিক সালাম বরকত জব্বারসহ নাম না জানা অনেকে
উত্তর : মিছিল বের হলো। পুলিশ গুলি করল। গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অনেকে।
প্রশ্নঃ ৩ এককথায় প্রকাশ কর। ৫
ক. বিপদের ভয়ে নীরব অবস্থা; খ. যার মৃত্যু নেই; গ. বাধা নিষেধ মানে না এমন; ঘ. নিজের প্রাণ উৎসর্গ করা; ঙ. সুস্থ নয় যে।
উত্তর : ক. থমথমে; খ. অমর; গ. বেপরোয়া; ঘ. আত্মত্যাগ; ঙ. অসুস্থ।
প্রশ্নঃ ৪নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ। ৫
মৃত্যু, অসুস্থ, শ্রদ্ধা, ত্যাগ, অমর।
উত্তর :
শব্দ বিপরীত শব্দ
মৃত্যু জন্ম
অসুস্থ সুস্থ
শ্রদ্ধা অশ্রদ্ধা
ত্যাগ গ্রহণ
অমর মরণশীল
No comments:
Post a Comment