Breaking

Sunday, February 20, 2022

আদর্শ ছেলে কুসুমকুমারী দাশ প্রশ্ন ও উত্তর সহকারে

আদর্শ ছেলে

কুসুমকুমারী দাশ


আদর্শ ছেলে

কুসুমকুমারী দাশ

 

কবিতাটিতে যা বলা হয়েছে

কবি আমাদের দেশে সেরকম ছেলে আশা করেন যে কথায় বড় না হয়ে বড় হবে কাজে সাফল্যর মধ্য দিয়ে। তার মুখে হাসি বুক ভরা শক্তি আর মনের মধ্যে থাকবে চেতনার জোর প্রকৃত মানুষ হওয়াই হবে তার সংকল্প।

কঠিন বনানগুলো বার বার খাতায় লিখি.

আদর্শ, কুসুমকুমারী, পণ, শরীর, রক্ত, মাংস , প্রাণ, চেতনা, কল্যাণ।

পরীক্ষার জন্য আরও কিছু শিখি

পাঠ্যবই থেকে অনুচ্ছেদ -১৪

নিচের কবিতাংশটি পড়ে নম্বর প্রশ্নের উত্তর লেখ।

আমাদের দেশে হবে সেই ছেলে কবে

কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন

মানুষ হতেই হবেএই যার পণ।

বিপদ আসিলে কাছে হও আগুয়ান

নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?

হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?

চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?

প্রশ্নঃ ১নিচের শব্দগুলোর অর্থ লেখ।

কবে, বল, তেজ, পণ, চেতনা, শরীর।

উত্তর :          

শব্দ                 অর্থ

কবে                         কখন।

বল                শক্তি।

তেজ            জোর।

পণ               শপথ।

চেতনা                     বোধ।

শরীর -           দেহ।

প্রশ্নঃ ২নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।

) কবি আদর্শ ছেলে প্রত্যাশা করেন কেন? দুটি বাক্যে লিখ।

উত্তরঃ কবি দেশের মঙ্গলের জন্য আদর্শ ছেলে প্রত্যাশা করেন। কারণ আদর্শ ছেলেরা অহেতুক কথা বলে না তারা কাজে দক্ষ হয়।

) কার পিছনে পড়ে থাকার ভয় নেই? সম্পর্কে তিনটি বাক্যে লিখ।

উত্তরঃ যার মধ্যে চেতনা রয়েচে তার পিছনে পড়ে থাকার ভয় নেই। কারণ সে শক্তি দিয়ে বিপদ মোকাবিলা করে। বিপদের ভয়ে সে কখনো পিছু হটে না। বরং সে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যায়।

) বিপদ আসলে কবি কী করতে বলেছেন? চারটি বাক্যে লিখ।

উত্তরঃ কবি বলেছেন-

. বিপদ আসলে সামনের দিকে এগিয়ে গিয়ে বিপদ মোকাবিলা করতে হবে।

. বিপদে ভয় পেয়ে পিছু হটা যাবে না।

. হাসিমুখে মনে তেজ নিয়ে সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

. বুকে বল নিয়ে বিপদ মোকাবিল করে বিজয় ছিনিয়ে আনতে হবে।

 

পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ-১৪

নিচের অনুচ্ছেদটি পড়ে নম্বর প্রশ্নগুলোর উত্তর দাওঃ

অপু সবসময় মুখে বড় বড় কথা বলে। কিন্তু কাজের বেলায় সে খুব অলস। কোনোকাজ করতে চায় না। বন্ধুদের বিপদে এগিয়ে যায় না একদিন তার বাবা আব্দুল করিম তাকে বুঝিয়ে বলেন, অন্যদেরমতো তোমারও হাত পা আছে ।তাহলে তুমি কাজকে ভয় পাবে কেন? তোমারও বুদ্ধি আছে। এভাবে অলস অবোধ হয়ে থাকলে দেশের মানুষের কোনো কল্যাণ করতে পারবে না। জানোতো অলসদের কেউ ভালোবাসে না।

প্রশ্নঃ নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো উপযুক্ত শব্দটি নিয়ে নিচের বাক্যগুলো শূন্যস্থান পুরণ করঃ

শব্দ     শব্দার্থ

ভীতু   ভয়ে কাতর

বিপদ ঝামেলা

কল্যাণ           মঙ্গল

অলস কুড়ে

বুদ্ধি    চিন্তা করার শক্তি মেধা

অবোধ          বোধ নেই যার

খুব      বেশি

. ---------- ছেলেকে কেউ পছন্দ করেনা

. ---------- হওয়া ভালো নয়।

. ----------দিয়ে বিচার করো

. দেশের---------- করতে হবে।

. ---------- দেখে ভয় পেও না।

) তুমি  ------------ দুষ্টু।

উত্তরঃ . ভীত . অলস . বুদ্ধি . কল্যান . বিপদ ) খুব

প্রশ্ন- নিচের কবিতাংশটি পড়ে( কে. কী, কোথায়, কীভাবে, কেন, কখন দিয়ে) প্রশ্ন তৈরি কর।

বড়লোক তুমি যদি হতে চাও ভাই,

ভালো ছেলে তাহা হলে আগে হওয়া চাই।

মন দিয়ে পড় লেখো.

সুজন হইতে শেখো,

খেলার সময় রেখো, তাতে ক্ষতি নাই।

পিতামাতা গুরুজনে দেবতুল্য বানী।

ভাইটি করেছে দ্বন্দ,

ক্রোধে হয়ো না কে অন্ধ. ¯œহে ধর পাণি।

উত্তরঃ

) কে মন দিয়ে লেখাপড়া করতে বলেছেন?

) সুজন শব্দের অর্থ কী?

) ভালো ছেলে হওয়া যায় কীভাবে?

) মন দিয়ে লেখাপড়া করতে হবে কেন?

) কবি অন্ধ হতে নিষেধ করেছেন কখণ?

 

আদর্শ ছেলে

কুসুমকুমারী দাশ

 

অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট

                                                                       শ্রেণি- তৃতীয়

                                                              পাঠ্যবই থেকে ব্যাকরণ অংশ            


প্রশ্ন-১। নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও।                                                                                                                                         ১০

ক্ত, প্র, শ্ব, শ্র, ব্দ।

প্রশ্ন-২। ক্রিয়াপদের চলিত রূপ লেখ।                                                                                                              

হইবে, রহিয়াছে, পড়িয়া, হইল, ঘুরাইয়া।

প্রশ্ন-৩। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ।                                                                                                         

মানুষ, দান, কল্যাণ, হাসি, বড়।

প্রশ্ন-৪। এককথায় প্রকাশ করঃ                                                                                                                         

যা মেনে চলার যোগ্য, অগ্রস হওয়া, সচেতন অবস্থা. দিশেহারা হয়ে যাওয়া অবস্থা, জলে স্থলে চরে যে।

 

উত্তরমালা

প্রশ্ন-১। নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও।                                                                                                                                         ১০

ক্ত, প্র, শ্ব, শ্র, ব্দ।

উত্তর :

ক্ত = + রক্তহাত কেটে রক্ত বের হচ্ছে।

প্র = + -ফলা (  ্র )প্রিয়     আমার প্রিয় ফল আম।

শ্ব = + -ফলা (  ^ )অশ্ব                     অশ্ব মানে ঘোড়া।

শ্র = + -ফলা (  ্র )পরিশ্রম           পরিশ্রম করলে সফল হওয়া যায়।

ব্দ = + শব্দশব্দ শুনে শিশুটি জেগে উঠল।

প্রশ্ন-২। ক্রিয়াপদের চলিত রূপ লেখ।                                                                                                              

হইবে, রহিয়াছে, পড়িয়া, হইল, ঘুরাইয়া।

উত্তর :

ক্রিয়াপদ                   চলিত রূপ

হইবে          হবে

রহিয়াছে                রয়েছে

পড়িয়া                    পড়ে

হইল            হলো

ঘুরাইয়া                   ঘুরে

প্রশ্ন-৩। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ।                                                                                                         

মানুষ, দান, কল্যাণ, হাসি, বড়।

উত্তর :

শব্দ                 বিপরীত শব্দ

মানুষ           অমানুষ

দান               গ্রহণ

কল্যাণ                     অকল্যাণ

হাসি             কান্না

বড়                ছোট

প্রশ্ন-৪। এককথায় প্রকাশ করঃ                                                                                                                         

যা মেনে চলার যোগ্য, অগ্রস হওয়া, সচেতন অবস্থা. দিশেহারা হয়ে যাওয়া অবস্থা, জলে স্থলে চরে যে।

উত্তরঃ

যা মেনে চলার যোগ্য= আদর্শ, অগ্রস হওয়া=আগুয়ান, সচেতন অবস্থা= চেতনা. দিশেহারা হয়ে যাওয়া অবস্থা= মাথা ঘোরা।, জলে স্থলে চরে যে= উভচর।

No comments:

Post a Comment

Popular