কানামাছি ভো ভো
রচনাটির মূলভাব জেনে নিই
মজার একটি খেলা ‘কানামাছি’ সম্পর্কে বলা হয়েছে গল্পটিতে। মামাবাড়ি বেড়াতে এসে খেলাটি সম্পর্কে জানতে পারে তপু। খেলার নিয়ম খুবই সহজ। প্রথমে একজনের চোখ ভালোভাবে বেঁধে দিতে হয়। তারপর তাকে ঘিরে সবাই ঘুরতে থাকে। যার চোখ বাঁধা থাকে সে চেষ্টা করে অন্যদের ধরতে। একজনকে ধরতে পারলেই তার মুক্তি। খেলার সময় পড়া হয় মজার মজার ছড়া। খেলাটি খেলে তপু খুব আনন্দ পেল।
বানানগুলো লক্ষ করি
গ্রীষ্ম, বনভোজন, আঙুল, শৈশব, সন্ধ্যে, জিজ্ঞেস
পাঠ্যবই থেকে অনুচ্ছেদ -১৩
নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
এবার গ্রামে তপু একটি নতুন খেলা শিখল। নামকানামাছি। কী যে মজার খেলা। অনেকে মিলে একসাথে খেলা যায়। সেদিন খেলার শুরুতে রাতুলের দুই চোখ কাপড় দিয়ে বেধে দিল সোমা। এমনটাই নিয়ম। তবে প্রথমে কার চোখ বাধা হবে সেটা নিজেদেরই ঠিক করে নিতে হয়। পলাশ পাশ থেকে বলল রাতুল সব দেখতে পাচ্ছে। সোমা আপু তুমি শক্ত করে বাধো নি। সোমা রাতুলের চোখের একটা আঙুল উচিয়ে দরে বলল কয়টি আঙুল বলো তো? রাতুল বলল পাচটা। সবাই একচোট হেসে উঠল।
১। নিচের শব্দগুলোর অর্থ লিখ যে কোন ৫টি
মজা, শক্ত, বাধা, আঙুল , নিয়ম. উচিয়ে, একচোট
উত্তরঃ
শব্দ শব্দার্থ
মজা আনন্দজনক।
শক্ত টেকসই, দৃঢ়।
বাধা বন্ধনযুক্ত।
আঙুল হাত ও পায়ের প্রত্যঙ্গ বিশেষ।
নিয়ম
রীতি।
২। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক) সবাই একচোট হেসে উঠল কেন? দুটি বাক্যে লিখ?
উত্তরঃ রাতুল চোখ বাধা অবস্থায় ঠিক উত্তর দিতে পারেনি। এজন্য সবাই একচোট হেসে উঠল।
খ) তপু গ্রাম থেকে কোন খেলাটি শিখেছে? খেলাটি সম্পর্কে তিনটি বাক্যে লিখ।
উত্তরঃ তপু গ্রাম থেকে কানামাছি খেলাটি শিখেছে। কানামাছি খেলা দল বেধে খেলতে হয়। এ খেলায় একজনকে চোখ বেধে দেওয়া হয়। এটি বেশ মজার খেলা।
গ) কানামাছি খেলার চারটি নিয়ম লেখ।
উত্তরঃ কানামাছি খেলার চারটি নিয়ম হলো-
১. এ খেলাটি দলবদ্ধভাবে খেলতে হয়।
২. একজনকে চোখ বেধে দেওয়া হয।
৩. চোখ বাধা অবস্থায় সে অন্যকে ধরার চেষ্টা করে।
৪. অন্যকে ধরতে পারলে সে মুক্ত।
পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ -১৩
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
সুমনের মামার বাড়ি রসুলপুর। গ্রামটি অনিন্দ্য সুন্দর। প্রতি বছর বৈশাখ মাসে সুমন বাবা মা ও বোন তানিয়ার সাথে মামার বাড়ি যায়। এবারও সে মামার বাড়ি গেল। মামামাসিহ সকলেই অনেক খুশি। মামাতো ভাইবোন রুমা ঝুমা আর আবিদ সারাক্ষন সঙ্গেই থাকে। সকলে একসঙ্গে আনন্দ করে। হঠা’ৎ সুমনের মনে হলো কানামাছি ভো ভো খেলাটি কথা। খেলাটি সে শিখেছিল গ্রামের স্কুল থেকে। সব্ইা খেলতে শুরু করল। রুমা সুমনের চোখ বেধে দিলে খেলাটি আরম্বহয়। সুমন কাউকে ধরতে পারে না। হঠাৎ সে একজনকে ধরে বলল তানিয়া আপু তখনি সুমনের মুক্তি মেলে এবং তানিয়ার চোখ বেধে দেওয়া হয়। এভাবে খেলা চলতে থাকে।
প্রশ্নঃ ৬নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো । উপযুক্ত শব্দটি দিয়ে নিচে বাক্যগুলো শূন্যস্থান পূরণ কর।
শব্দ শব্দার্থ
মুক্তি রেহাই
জ্যোছনা চাদের আলো
অনিন্দ্য সুন্দর যা অনেক সুন্দর
আরম্ভ শুরু
খুশি আনন্দ
সারাক্ষন সবসময়
চোখ
যা দিয়ে দেখি।
ক. চোখ বেধে দেওয়ার পর পরেই খেলটি ------------- হয়।
খ. একমাত্র শিক্ষাই আমাদের ------------- দিতে পারে
গ. মেয়েটি মাকে দেখে অনেক------------- হলো
ঘ. আকাশ ভরা-------------।
ঙ. গ্রামটিদেখতে-------------।
চ) ---------- দিয়ে আমর াদেখি
উত্তরঃ ক. আরম্ভ খ. মুক্তি গ. খুশি ঘ. জ্যোছনা ঙ. অনিন্দ্য সুন্দর, চ) চোখ
প্রশ্নঃ ৪নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক, সুমন তার পরিবারের সাথে মামার বাড়ি বেড়াতে যায় কেন ? পাচটি বাক্যে লিখ।
উত্তরঃ প্রতিবছর বৈশাখ মাসে সুমন তার মামার বাড়িতে বেড়াতে যায। এসময় তার বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি থাকে। ছুটি কাটানোর জন্য মামার বাড়ি খুব ভালো জায়গা কারণ সেখানে সুমন তার মামাতো ভাইবোনদের নিয়ে অনেক আনন্দ করতে পারে। তাই সে পরিবারের সাথে মামার বাড়ি বেড়াতে যায়।
খ. সুমনের এবারের গ্রীষ্মকালীন ছুটি কেমন কাটল? নিজের ভাষায় পাচ বাক্যে লিখ।
উত্তরঃ এবারের ছুটিতে সুমন মামার বাড়ি বেড়াতে যায়। সেখানে সে তার মামাত ভাইবোনদের নিয়ে কানামাছি ভো ভো খেলাটি খেলে। খেলাটি অনেকমজার। সব ভাইবোনদের নিয়ে খেলাটি খেলতে পেরে সুমনের খুব আনন্দ হয়। তাই সুমনের এবারের গ্রীষ্মকালীন ছুটি অনেক আনন্দে কেটেছে।
গ. কানামাছি খেলার নিয়ম সম্পর্কে পাচটি বাক্যে লিখ।
উত্তরঃ
১. একজনের চোখ ভালোভাবে বাধা থাকে
২. সে চোখ বাধা অবস্থায় অন্যদের ধরার চেষ্টা করে।
৩. সকলে তার পাশে মাছির ঝাকের মতো ঘুরতে থাকে।
৪. অন্য একজনকে ধরতে পারলে সে মুক্ত হয়
৫. এরপর যাকে ধরতে পারে তার চোখ ব াধা হয়।
কানামাছি ভো ভো
অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট
শ্রেণি- তৃতীয়
পাঠ্যবই থেকে ব্যাকরণ অংশ
প্রশ্নঃ ১নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও। ১০
ষ্ম, ল্প, ন্দ, ন্ধ, ষ্ট।
প্রশ্নঃ ২ক্রিয়াপদের চলিত রূপ লেখ। ৫
খেলিতে, দেখিয়া, জানিয়াছিলাম, বাঁধিল, ধরিবার।
প্রশ্নঃ ৩নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ।
৫
দূরে, বন্ধু, মিছেমিছি, নিয়ম, আসল।
প্রশ্নঃ ৪এককথায় প্রকাশকরঃ ৫
বিশেষ ছন্দের কবিতা, কোনোকারণ ছাড়া, বন বা জঙ্গলে যে ভোজন, বন্ধন থেকে উদ্ধার, চাদের আলো, একসাথে অনেক গুলো, দল বেধে।
উত্তরমালা
প্রশ্নঃ ১নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও।
ষ্ম, ল্প, ন্দ, ন্ধ, ষ্ট।
উত্তর :
ষ্ম=ষ + ম-ফলা § গ্রীষ্ম গ্রীষ্মে খুব গরম লাগে।
ল্প= ল + প শিল্পী গানের শিল্পীর সাথে তার ভালো সম্পর্ক।
ন্দ= ন + দছন্দছন্দের তালে তালে কবিতা পড়।
ন্ধ= ন + ধবন্ধদরজাটা বন্ধ করে দাও।
ষ্ট= ষ + টনষ্ট খাবারগুলো নষ্ট হয়ে গেছে।
প্রশ্নঃ ২ক্রিয়াপদের চলিত রূপ লেখ।
খেলিতে, দেখিয়া, জানিয়াছিলাম, বাঁধিল, ধরিবার।
উত্তর :
ক্রিয়াপদ চলিত রূপ
খেলিতে খেলতে
দেখিয়া দেখে
জানিয়াছিলাম
জেনেছিলাম
বাঁধিল বাঁধল
ধরিবার ধরার
প্রশ্নঃ ৩নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ।
দূরে, বন্ধু, মিছেমিছি, নিয়ম, আসল।
উত্তর :
শব্দ বিপরীত শব্দ
দূরে কাছে
বন্ধু শত্রু
মিছেমিছি সত্যি সত্যি
নিয়ম অনিয়ম
আসল নকল
প্রশ্নঃ ৪এককথায় প্রকাশকরঃ ৫
বিশেষ ছন্দের কবিতা, কোনোকারণ ছাড়া, বন বা জঙ্গলে যে ভোজন, বন্ধন থেকে উদ্ধার, চাদের আলো, একসাথে অনেক গুলো, দল বেধে।
উত্তরঃ
বিশেষ ছন্দের কবিতা- ছড়া।
কোনোকারণ ছাড়া- মিছামিছি
বন বা জঙ্গলে যে ভোজন- বনভোজন।
বন্ধন থেকে উদ্ধার- মুক্তি।
চাদের আলো- জ্যোৎ¯œা।
একসাথে অনেক গুলো- ঝাক।
দল বেধে- দলবদ্ধ।
No comments:
Post a Comment