কুজো বুড়ির গল্প
গল্পটিতে যা বলা হয়েছে-
এ গল্পের বুড়ি তার নাতনির বাড়ি যাওয়ার পথে শিয়াল ও বাঘের পাল্লায় পড়ে। তখন বুড়ি কৌশলে তাদেরহাত থেকে রক্ষা পায়। ফেরার পথেও মানুষের বুদ্ধির কাছে হেরে যায় বাঘ ও শিয়াল । শিয়াল বুড়িকে খেতে চাইলে বুড়ির কুকুরগুলো এসে শিয়ালকে কামড়ে নাজেহাল করে দেয়।
কঠিন বানানগুলো বার বার খাতায় খিলঃ
কুজো, গল্প, রঙ্গা, বঙ্গা, বুদ্ধি, মাংস, মুশকিল, সত্যি, আস্তে. যতœ, হাটতে, চিন্তা, ব্যবস্থা, ধাক্কা, আওয়াজ, ভেঙে, চিকার, নিমিষেই, নাস্তানাবুদ, কুপোকাৎ, মহানন্দে, মরমর।
পাঠ্যবই থেকে অনুচ্ছেদ -৮
নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর লেখ
কুঁজো বুড়ির ছিল রঙ্গা, বঙ্গা আর ভুতো নামের তিনটা পোষা কুকুর। ওদেরকে বাড়ি পাহারা দিতে বলে বুড়ি চলল নাতনির বাড়ি। পথে বুড়ির সাথে বাঘ আর শেয়ালের দেখা। ওদের খুব খিদে। বুড়িকে ওরা খেতে চায়। কুঁজো বুড়ি বুদ্ধি দিয়ে ওদের কুপোকাৎ করল। বলল, আগে নাতনির বাড়ি গিয়ে খেয়ে দেয়ে মোটাতাজা হয়ে আসি। তখন বরং খেয়ো। বাঘ আর শেয়াল বলল, আচ্ছা। নাতনির বাড়িতে খেয়ে দেয়ে বুড়ি মোটা হয়ে গেল। এখন সে বাড়ি ফিরবে কীভাবে? এদিকে আবার পথে আছে বাঘ আর শেয়ালের ভয়। তাই বুড়ির নাতনি বড় একটা লাউয়ের খোল জোগাড় করে বুড়িকে খোলের ভেতর ঢুকিয়ে দিল। এরপর খোলটাকে দিল মস্ত এক ধাক্কা। গড়িয়ে চলল লাউয়ের খোল।
প্রশ্নঃ ১নিচের শব্দগুলোর অর্থ লেখ।
কুঁজো, খিদে, জোগাড় করা, কুপোকাৎ, পাহারা,নাতনি।
উত্তর :
শব্দ অর্থ
কুঁজো যার পিঠ বাঁকা ও ফোলা।
খিদে ক্ষুধা।
জোগাড় করা সংগ্রহ করা।
কুপোকাৎ পরাজিত।
পাহারা দেখেশুনে রাখা।
নাতনি - পুত্রের কন্যা/ কন্যার কন্যা
প্রশ্নঃ ২নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক) শিয়াল বুড়িকে নাতনির বাড়ি যেতে দিল কেন? দুটি বাক্যে লিখ।
উত্তরঃ বুড়ির গায়ে মাংস ছিল না। তাই শিয়াল বুড়িকে নাতনির বাড়ি যেতে দিল যাতে সে খেয়েদের মোটাতাজা হতে পার্
েখ) শিয়াল বুড়িকে খেতে চাইলে বুড়ি কী বললেন? চারটি বাক্যে লিখ।
উত্তরঃ শিয়ার বুড়িকে খেতে চাইলে বুড়ি বললেন আমাক্ েএখন খেয়ো না। আমার গায়ে কী মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই। খেয়েদের মোটতাজা হয়ে আসি। তখন বরং খেয়ো।
গ) বুড়ি কোথায় গিয়েছিল? পথে বুড়ি শিয়ালের হাত থেকে কীভাবে বাচলেন ? তিনটি বাক্যে লিখ।
উত্তরঃ বুড়ি নাতনির বাড়ি যাচ্ছিলেন। পথে বুড়ি শিয়ালের হাত থেকে যেভাবে বাচলেন।
১. শিয়াল বুড়িকে খেতে চাইলে বুড়ি বললেন আমার গায়ে কী মাংস আছে।
২. বুড়ি নাতনির বাড়ি থেকে খেয়েদেয়ে মোটাতাজা হয়ে আসার কথা বলেন।
৩. বুড়ি বৃদ্ধির জোরে শিয়ালের হাত থেকে বাচলেন।
পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ -৮
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাওঃ
অনেক দিন আগে এক গ্রামে এক বুড়ি বাস করতেন। বুড়ি অত্যাধিক চালাক ছিলেন। তিনি রাঙ্গা নামে একটা কুকুর পুষতেন। বুড়ির দুজন নাতনি ছিল। একদিন বড় নাতনির বিয়ে হলো। বুড়ি ঠিক করলেন নাতনির শ^শুর বাড়ি বেড়াতে যাবেন। তিনি তার কুকরটিকে বাড়ি পাহারায় রেখে নাতনির শ^শুরবাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলেন। হঠাৎ পথেরমধ্যে বুড়ি দেখতে পেল ভয়ঙ্কার এক বাঘকে। বাঘটিছিল খুবই ক্ষুধার্ত। বুড়িকে সে খেতে চাইল। বুড়ি বলল আচ্ছা ঠিক আছে আমি আগে নাতনির বাড়ি যেয়ে খেয়ে দেয়ে মোটা হয়ে আসি তার পর খেলে অনেক মজা হবে। বাঘ বলল আচ্ছা। বুড়ি এসে নাতনির সঙ্গে দেখা করল। নাতনির অনেক আদর কের বুড়িকে খাওয়াল। নাতনির শ^শুরবাড়ি হতে ফেরার পথে বাঘটি হুঙ্কা দিয়ে খেতে এল। বুড়ি কৌশলে রাঙাকে ডেকে আনেন এবং কুকুরের সহযোগিতায় বাঘের হাত হতে রক্ষা পেয়ে বাড়ি এলেন।
প্রশ্নঃ ৩ নিচের কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলো শূন্যস্থান পুরণ করোঃ
শব্দ শব্দার্থ
অত্যাধিক খুব
বিশ^স্ত যাকে বিশ^াস করা যায়
ক্ষুধার্ত যার ক্ষিদে পেয়েছে
কৌশলে চাতুরতার সাথে
পাহারা দেয় দেখাশুনা করা
হুঙ্কার গর্জন
মজার স্বাদের
ক. বুড়ি ছিলেন---------- চালাক
খ. বুড়ির একটি---------- কুকুর ছিল।
গ. বুড়ি ---------- কুকুরটিকে ডেকে এনেছিলেন।
ঘ.
----------ভিক্ষুকটিকে খেতে দাও।
ঙ. বুড়ি কুকুরটিকে বাড়িতে রেখে দিয়েছিলেন---------- দেয়ার জন্য
চ) মিষ্টি অনেক --------- খাবার।
উত্তরঃ ক. অত্যাধিক খ. বিশ^স্ত গ. কৌশলে ঘ. ক্ষুধার্ত ঙ. পাহারা চ. মজার
প্রশ্নঃ ৪ নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক. বুড়ি কোথায় এবং কেন যাচ্ছিলেন? পাচটি বাক্যে লিখ?
উত্তরঃ বুড়ি নাতনির বাড়িতে যাচ্ছিলেন । বুড়ির দুজন নাতনি ছিল। বড় নাতনির বিয়ে হয়ে যায়। একদিন নাতনিকে দেখার খুব ইচ্ছা হয়েছিল বুড়ির। তাই তিনি নাতনিকে দেখার জন্য নাতনির বাড়িতে যাচ্ছিলেন।
খ. নাতনির বাড়িতে যাওয়ার পথে বুড়ির কী কান্ড ঘটেছিল? পাচাটি বাক্যে লিখ?
উত্তরঃ বুড়ি নাতনিকে বাড়িতে যাওয়ার পথে ভয়ানক বিপদে পড়েছিলেন। নাতনির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেন। হঠাৎ পথের মধ্যে এক ক্ষুধার্ত বাঘ বুড়িকে দেখতে পেয়েছিল এবং খেতে চেয়েছিলে। বুড়ি তখন বাঘকে বলে খেয়ে দেয়ে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি। এতে বাঘটি বুড়িকে যেতেদেয়।
গ. বুড়ি শেষ পর্যন্ত কীভাবে বাঘের হাত থেকে রক্ষাপেল? পাচটি বাক্যে লিখ।
উত্তরঃ বুড়ি তার নাতনির বাড়ি থেকে ফেরার পথে পুনরায় বাঘের কবলে পড়ল। বাঘটি তাকে হুঙ্কার দিয়ে খেতে এল। বুড়ি তখন কৌশলে তার পোষা কুকুর রাঙ্গাকে ডেকে আনল। বাঘ কুকুরের ভয়ে পালিয়ে গেল। কুকুরটিরে সহযোগিতায় বুড়ি শেষ পর্যন্ত বাঘে রহাত থেকে রক্ষা পেল।
প্রশ্নঃ ৫ নিচের অনুচ্ছেদটি পড়ে ( কে .কী কোথায়. কীভাবে, কেন, কখন দিয়ে) প্রশ্ন তৈরি কর।
নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করল। তার ভিতরে টুকিয়ে দিল বুড়িকে। সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা। গাড়িয়ে চলল সেই লাইয়ের খোল। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে। বাঘ গর গর করে খোলে দিল এক ধাক্কা। আবার গড়িয়ে চলে লাউয়ের খোল।
উত্তরঃ
ক) কে মস্ত লাউয়ের খোল জোগাড় করল?
খ) খোল শব্দের অর্থ কী?
গ) বুড়িকে কোথায় ঢোকানো হল?
ঘ) খোলটি কীভাবে গড়িয়ে চলল?
ঙ) বাঘ খোলে ধাক্কা দিল কেন?
কুজো বুড়ির গল্প
অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট
শ্রেণি- তৃতীয়
প্রশ্নঃ ১নিচের যুক্তবর্ণগুলো ভেঙ্ েদেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ ব্যবহারকরে একটি করে বাক্যগঠন করঃ ১০
ক্ক, স্থ, ক্ষ, ন্ত, দ্ধ।
প্রশ্নঃ ২সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ। ৫
হঠাৎ এক বাঘ সামনে এসে বলল হালুম বুড়ি তোমাকে আমি খাব আমার খুব খিদে
প্রশ্নঃ ৩ক্রিয়াপদের চলিত রূপ লেখ। ৫
খাইয়া, আসিয়াছি, চলিল, শুনিতে, ফিরিতেছে।
প্রশ্নঃ ৪নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ। ৫
মোটা, তাজা, আগে, আস্তে, ভেতরে।
উত্তরমালা
প্রশ্নঃ ১নিচের যুক্তবর্ণগুলো ভেঙ্ েদেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ ব্যবহারকরে একটি করে বাক্যগঠন করঃ ১০
ক্ক, স্থ, ক্ষ, ন্ত, দ্ধ।
উত্তর :
ক্ক = ক + ক ক্রিকেট খেলায় ছক্কা মরতে হয়।
স্থ = স + থ আমরা সকলে সুস্থ থাকতে চাই।
ক্ষ = ক + ষশিক্ষক শিক্ষা দেয়।
ন্ত = ন + ত কোন কাজ করার আগে চিন্তা
দ্ধ = দ + ধ ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল।
প্রশ্নঃ ২সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ। ৫
হঠাৎ এক বাঘ সামনে এসে বলল হালুম বুড়ি তোমাকে আমি খাব আমার খুব খিদে
উত্তর : হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হালুম! বুড়ি, তোমাকে আমি খাব। আমার খুব খিদে।
প্রশ্নঃ ৩ক্রিয়াপদের চলিত রূপ লেখ। ৫
খাইয়া, আসিয়াছি, চলিল, শুনিতে, ফিরিতেছে।
উত্তর :
ক্রিয়াপদ চলিত রূপ
খাইয়া খেয়ে
আসিয়াছি এসেছি
চলিল চলল
শুনিতে শুনতে
ফিরিতেছে ফিরছে
প্রশ্নঃ ৪নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ। ৫
মোটা, তাজা, আগে, আস্তে, ভেতরে।
উত্তর :
শব্দ বিপরীত শব্দ
মোটা চিকন
তাজা বাসি
আগে পরে
আস্তে জোরে
ভেতরে বাইরে
No comments:
Post a Comment